আকাশ ছুঁব...
প্রেম জ্বলছে
-অদ্বিতীয়া সিমু
বিবর্তনের পাতায় পাতায় যুদ্ধের নাম লিখা
হয়ত বিকেলবেলার প্রেম পত্র খুলে আমি দেখি বারোক যুগের যুদ্ধ
তিরিশ বছরের যুদ্ধে বিধ্বস্ত পৃথিবী
কিংবা মানুষের হৃদয়ের অন্তঃসার শূন্য সারবস্তু,
বন্ধ করি বিকেলবেলাকে।
পড়ন্ত সন্ধ্যেবেলাকে ডাকি-
ডাকি আমার জগৎ খুঁজে দেবার জন্য।
টেবিলের উপর চক্ চক্ করে ঝর্ণাকলম আর সাদা পাতা
ওরা আমায় দেখায় সংগ্রামের পথ।
হয়ত কোন জিসম্ কণ্যার মুখ আয়নাতে আঁকা হয়
হয়ত দাদীমার মুখে ছোটবেলা শোনা কবিতাগুলো উড়ে যায়,
অসাধারণ কিছু স্মৃতি ইতিহাস তৈরী করে।
বারবার সুখবিনাশী প্রতিক্রিয়াগুলো আমায় পীড়া দেয়
সস্তা দোকান থেকে কেনা 'সুখী'-র শাড়ীটা চোখের সামনে নাচতে থাকে
যে মেয়েটি হাসতে চেয়েছিল স্বামীর হাত ধরে, সেই 'সুখী'।
ধর্মের আবর্তে স্বামীর ঘরে আবার যেতে আরেক পুরুষের শয্যাসঙ্গিনী!
হায়রে নিয়তি! এ তোর কেমন খেলা!
'সুখী' আঁচলে মুখ লুকায়,
কিন্তু আমি?
আমি কোথায় মুখ লুকাবো?
একিবংশ শতাব্দীতেও চেয়ে চেয়ে দেখি- প্রেম জ্বলছে.....
তারপাশে নাস্তার টেবিলে - হটডগ, রোল, চা....এলাহী আয়োজন!
তারপাশেই দাঁড়িয়ে অসহায় মাতা মেরী, বুকে করে সুখীর ক্রুশবিদ্ধ যিশুকে
আর প্রেম জ্বলতে থাকে....
প্রেম জ্বলছে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।