আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাপচার দ্য তালগাছ : ব্লগের নতুন গেম শো



সকালে মেজাজটা খারাপ হইসিলো একজনের জ্বিনকে নিয়ে পোস্টানো দেখে....... আরে বাপ, যে বিশ্বাসী তার আবার দলিল লাগে নাকি??? আমি কুরআনে বিশ্বাস করি সুতরাং এর সবই সত্যি মানি.....( প্রমাণিত হোক বা না হোক)....... কিন্তু এটাও মানি যে, যেখানে আমি লজিক দিয়ে কিছু প্রমাণ করতে পারব না সেখানে দুর্বল লজিক দেখানো মানে আমার বিশ্বাসকেই অপমান করা........ এই কারণে আমি কোনদিনই জ্বিনের অস্তিত্ব্ আছে এটা নিয়ে কথা বলতে যাব না..... রাতে দেখি আরেকজন লিখসেন, যেহেতু নাস্তিকরা বিশ্বাস করে মরার পরে হিটলার এবং মাদার তেরেসা দুইজনারই কোন বিচার নাই সুতরাং নাস্তিকরা বিশ্বাস করে হিটলার এবং মাদার তেরেসা দুইজনকেই সমান মনে করে.......... আরে বেকুব, নাস্তিকরা মৃত্যুর পরের জীবনকেই মানে না, ওদের কাছে জীবিত মানুষ ফ্যাক্টর, এটা জানো না ??? ওদের কাছে মানুষ ফ্যাক্টর, তার ধর্ম না........( ইনফ্যাক্ট আমার কাছেও কার ধর্ম কি এই জিনিসের ফুটা পয়সার সমানও দাম নাই....) আর জীবিত থাকা অবস্থায় হিটলার এবং মাদার তেরেসাকে ওরা সমানভাবে দেখত নাকি পারলে উত্তর দিয়ে যাও...... যাইহোক, এই টপিকে কথা না বাড়াই........ আজাইরা লজিক দেখাইয়া নিজেরাই ঠিক যারা মনে করেন তাদের জন্যে আনরিয়েল টুর্নামেন্টের আদলে( গেমের নামটা শিওর না) নতুন একটা গেম চালু করা হল: ক্যাপচার দ্য তালগাছ........ খেলার নিয়ম: আজাইরা লজিক দেখানো শুরু করে একে একে প্রতিপক্ষের সবাইকে "আপনার হেদায়েত হোক" জাতীয় কথা কিংবা "মুর্খ" বলে গালি দিয়ে নিজের মত প্রতিষ্ঠা করতে হবে....... শেষ পর্যন্ত যে টিকে থাকবে তালগাছটা তারই...... আজকের বিজয়ী: এস রায়হান ( সামু'র মডারেটরদের জন্য এস রায়হান= সিউল রায়হান, বাকিরা একটু কষ্ট করে খুঁজে দেখেন এটা কে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.