আমাদের কথা খুঁজে নিন

   

আমি, মাহাদীব এবং আমাদের বিচ্ছিন্ন ঘোরাঘুরি : পানাম, মেঘনা


১. রাকিব কিশোরের আবিষ্কার ফেয়ার এন্ড লাভলি মাখলে এমনই হয়। সব সাদা হয়ে যায় ! ২. এটা ছিলো হয়তো করো বিশ্রামকক্ষ। এখন নেই সেই আড়াল ৩. মাহাদীবের পছন্দের চোঙ্গা ফ্রেম। ৪. হঠাৎ সারাদিন ক্লান্তিহীন। ৫. তবুও রিক্ত নয় বৃক্ষ ৬. কুইজ: উনি কি উপরে উঠছেন না নিচে নামছেন? ৭. এনারা চাঁদে যাবেন, শূন্যে কেমন লাগে তার প্র্যাকটিস।

৮. মৃত নগরে প্রাণের খোঁজ ৯. সামনে দিয়া আফারা হাটিয়া যাইতেছিলেন। তাই ভদ্রবালকগন শান্ত হ্ইয়া বসিয়া ছিলো। ১০. শাটার টেপার পরই দেখা গেল ছবিতে ঢুকে গেছে রিকশা। ১১. লিচু চোর ১২. এককালের রাজপথে বালকের দল ১৩. ভাব নিছে। আসলে দেয়াল এই পুলায় খায় নাই।

১৪. হাসির কারণটা ঠিক মনে পড়ছে না। কিশোরের পেছনে বোধহয় পাগল লেগেছিলো। ১৫. আমরা ছিলাম চারজন। অবাক বিষয় আরেকজন কই? ১৬. কখনো হয়তো অন্দরের বারান্দা ফেলে জানালায় উঁকি দিতো কোনো মিষ্টি বালিকার মুখ। ১৭. ডরাইছি।

১৮. পাত্রী চাই। ১৯. এখানে ছবি তোলা নিষিদ্ধ। কিন্তু ছবি তুললে কেউ মাইন্ড করে না। ২০. ইহা সাধারণ কোন পাদুকার ছবি নহে। ইহা আমার সঙ্গীর তারকা পাদুকা।

সমস্ত ইউরোপ, ইন্দোনেশিয়া আর মধ্যপ্রাচ্যে খানিকটা ভ্রমনের অভিজ্ঞতা রয়েছে এই পাদুকা জোড়ার। ছবি তুলিয়া রাখা সমিচীন বোধ করিলাম। ২১. মেঘনা ঘাট। নৌকার মাঝির সাথে ভাড়া বনিবনা না হওয়ায় আমাদের নদী ভাজন নদী কিনারেই শেষ পযর্ন্ত সম্পন্ন হয়েছিল। ছবি: লেখক, মাহাদীব
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।