আমাদের কথা খুঁজে নিন

   

আহা হালিম !!! ওরে হালিম !!! মজার হালিম !!!

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

রমজানে আমার প্রিয় ইফতারি আইটেম হালিম। এই রমজান আসার পর থেইকা মায়ের কান ঝালাপালা কইরা ফালাইতেসিলাম হালিম খাওনের লাইগা। অবশেষে বহুত সংগ্রামের পর আইজকা বিজয়ী হইসি, মানে আইজকা মায়ে হালিম বানাইসে ইফতারীতে, আর আমি মজা কইরা খাইলাম। যারা হালিম খাইতে পারেননাই, তারা আফসুস খাইতে থাকেন । তয় এক্কেরে নিরাশ হইবার কিছু নাই, আপনাগো লাইগা আমার আইজকার হালিমের ছবি দিয়া দিলাম, ভার্চুয়ালী খাইতে থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।