আমাদের কথা খুঁজে নিন

   

গণমালিকসমষ্টির প্রত্যাশিত ভাষণ

করণিক: আখতার২৩৯

বৈধভাষণ : এক সাধারণ জনসমাবেশে মালিকের প্রতি প্রতিনিধির সৎসাহসী স্বীকারোক্তি : -শ্রদ্ধেয় জনগণ,-- -আপনারা প্রশংসিত মালিকের চিরস্থায়ী প্রতিনিধি। আর, আমি হচ্ছি, -আপনাদের ক্ষণস্থায়ী প্রতিনিধি, অর্থাৎ, -মালিকের প্রতিনিধির প্রতিনিধি। দয়া ক’রে ‘জনপ্রতিনিধি’-কে ‘জননেতা’ ব’লে ভুল করবেন না। দয়া ক’রে ‘দলনেতা’-কে ‘জননেতা’ ভেবে ভুল করবেন না। দয়া ক’রে, -কখনো প্রতিনিধিকে ‘মালিক’ মনে করবেন না ॥ মালিকপক্ষের আপনারা সুযোগ না-দিলে কোনো প্রতিনিধি কখনো, নিজের খেয়ালখুশি মতো কোনো সিদ্ধান্ত নিতে পারে না। জনগণের সরকারি সম্পত্তি, সম্মান, ইজ্জত, স্মারক, ফলক, সরকারের গৌরব, ভৌগোলিক সম্পদ, দখল করতে পারি না; -নিজের স্বার্থে অথবা নিজ-দলীয় স্বার্থে, --কখনোই দখল কিংবা গ্রাস করতে পারি না, -সুযোগ না-পেলে; -যেকোনো অবৈধ কর্ম অসম্ভব, -আপনারা সুযোগ না-দিলে ॥ জনপ্রতিনিধির মালিক বা অভিভাবক আপনারা, -জনগণ; --সরকার জনগণই যদি নীরব থাকেন! অথবা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত থাকেন, তো -! -সরকারের প্রতিনিধি এ-ই আমি, সুযোগ পাবোই পাবো; অভিভাবকদের আত্মকোন্দলময় নীরবতায় নির্দোষ আমি অনিয়ন্ত্রিত স্বভাবদোষে বেখেয়ালে স্বেচ্ছাচারের সুযোগ নেবো, -- যেমন সিংহদের ঝগড়ার সুযোগে তাদের শ্রমার্জিত শিকার চ’লে যায় শেয়ালের দখলে। যারা নিজ নিজ দায়িত্বে-কর্তব্যে-কর্মে সচেতন, সভ্য জগতে তারাই মালিকপক্ষ সভ্য জনগণ¬; - সভ্য জগতে জনপ্রতিনিধিরা সতর্ক থাকতে বাধ্য হন; গণমালিকেরা দেন না কোনো অবৈধ আচরণের সুযোগ বা সমর্থন। -যেখানে যেমন জনগণ, -সেখানে প্রতিনিধিরো তেমনি আচরণ ॥ রঙ্গপুর -- ১২/০৪/২০০২ খ্রি:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.