আমাদের কথা খুঁজে নিন

   

সুরঞ্জনার স্পর্শ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

সুরঞ্জনা আজ তোমার স্পর্শ বড়ই মিস করছি সেই কাক ডাকা ভোর থেকে যখন থেকে ঘুম ভেঙ্গে একাকী আনমনে বসে আছি জানালার ধারে তখন থেকেই তোমার দুহাতের ছোঁয়ায় দূর অজানায় হারাতে মন চাইছে। সুরঞ্জনা তোমারও কি মনে পড়েনা? সেই দিনগুলোর কথা? যখন তুমি আর আমি দুজনে মিলে হাত দুটি ধরে যেতাম চলে দূর সাগরের পাড়ে অনাগত ভবিষ্যতের স্বপ্ন চোখে নিয়ে। আজ এতদিন পরে আবারও ফিরে যেতে ইচ্ছে করে সেই স্বর্ণালী দিনগুলোতে দূরের নীল সাগরের পাড়ে তোমার হাতে হাত রেখে হেঁটে যেতে ইচ্ছে করে সুরঞ্জনা আমার হৃদয়ের এই আকুতি তুমি কি শুনতে পাওনা?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।