শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
চমৎকার নিখুঁত এক বিশ্ব—দ্বন্দ্ব নেই, সংঘাত নেই; নেই দুঃখ দারিদ্র, অভাব অনটন, অশান্তি অসুখ। অনাবীল শান্তিময় সে পৃথিবী, হাজার হাজার বছর ধরে যার স্বপ্ন দেখে আসছে মানুষ। কিন্তু লোভ-হিংসা-দ্বেষের মধ্য দিয়ে বাস্তবে এমন পৃথিবী কি আদৌ সম্ভব?
১৫১৬ খ্রিস্টাব্দ। রেঁনেসা পৌঁছে গেছে ইংল্যাণ্ডের দোরগোড়ায়।
কমতে শুরু করছে পুরোনো মধ্যযুগীয় আদর্শ এবং সে সাথে নিভৃতাশ্রমের শান্তিময় জীবনাদর্শ। ঠিক এ সময় স্যার থমাস মুর নামের ধর্মপরায়ণ, মানবতাবাদী একজন মানুষ, যিনি এককালে গীর্জার ধর্মযাজক হবার ইচ্ছা পোষণ করতেন, নিভৃত জীবনাচরণের স্মৃতিকাতরতায় রচনা করেন ইউটোপিয়া (Utopia) নামের একটি উপন্যাস, যেখানে তিনি বর্ণনা করেন কাল্পনিক এক দ্বীপে নিখুঁত, বৈষম্যহীন, সুখী এক সমাজের কথা।
মুর Utopia শব্দটি সৃষ্টি করেন দুটি গ্রিক শব্দের সমন্বয়ে: ou- না + -topos স্থান, ফলে ইউটোপিয়া'র মানে দাঁড়ায় "নাই সে স্থান"। নামকরণটি নিয়ে মুর এখানে বেশ মজার একটি খেলা খেলেন, কারণ Utopia'র অভিন্ন উচ্চারণের আরেকটি গ্রিক শব্দ, Eutopia'র মানে হলো চমৎকার স্থান: eu- চমৎকার, ভালো + -topos স্থান। ফলে মুরের ইউটোপিয়া যদিও আদর্শ সমাজকে নির্দেশ করে, সাথে সাথে এটি ছুঁড়ে দেয় মৌলিক এক প্রশ্নঃ এ ধরণের স্থান কি বাস্তবে সম্ভব?
থমাস মুরের কাল্পনিক, নিখুঁত সমাজের এই উপন্যাসটি এতই জনপ্রিয় হয় যে আজকে ইউটোপিয়া বলতে আমরা "আদর্শ কোনো ধ্যান-ধারণা, মতবাদ বা সমাজ-ব্যবস্থা"কে বুঝে থাকি।
সাহিত্যের আরো দুটি বিখ্যাত কল্পিত ইউটোপিয়াঃ
১। শাংরি-লা (Shangri La): হিমালয়ের পাদদেশে অবস্থিত।
২। এল ডোরাডো (El Dorado): দক্ষিণ আমেরিকায়, কলম্বিয়ার উচ্চভূমিতে অবস্থিত।
Utopian (adj.)
১।
Of, relating to, describing or having the characteristics of a Utopia.
২। Excellent or ideal but impracticable; visionary.
"Voltaire wrote of a utopian society where the streets were paved with gold.”
সমার্থক
ideal, idealized, idyllic, Elysian, Edenic, empyrean, heavenly, paradisiac, paradisiacal, perfect, sublime, Arcadian
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।