আমাদের কথা খুঁজে নিন

   

আন-কমন জিনিস ব্যবহার করার মজাই আলাদা

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!

আন-কমন জিনিস ব্যবহার করার মজাই আলাদা। পুরা অফিসে অন্য সবার কম্পিউটার থেকে আমার কম্পিউটারের স্টাইল আলাদা মানে আন কমন তার একটু নমুনা সরুপ নিচের ছবিটি দেখেন আমার কাছে এই থিমটা খুব পছন্দ হইছে। কি বলেন আপনারা। আপনার মনে যদি সাধ জাগে আপনার কম্পিউটার খানা কে এরুপ করিবেন তাহলে পড়ুন আর সেই মোতাবেক কাজ করুন। প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করত Click This Link ওয়েব পেজটিতে যান সেইখানে ডান পাশে ডাউনলোড বোতামে ক্লিক করে আপনার ইমেইল এড্রেস দিন এরপর আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেইটি ফাইলটি ডাউনলোড করুন ডাউনলোড শেষ হয়ে গেলে সফটোয়ারটি সেটাপ করুন আপনার ডেস্কটপে একটা সর্টকার্ট কী(এলিয়েন এর মাথা সম্বলিত) পাবেন উহাতে ক্লিক করে নিচের চিত্রের মত যে কোন একটা থিম পছন্দ করুন এপ্লাই বাটনে ক্লিক করুন। কী মজা আপনার ডেস্কটপ আগের চেয়ে বদলে গেছে। বিনি পয়শায় এত সুন্দর এক্সপি থিম আমি আর পাই নাই। চিত্র সহ টিউটোরিয়াল এর জন্য ক্লিক করুন এইখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.