আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ছাড়ছেন হুগো

২০০৮ সালে গুগলে যোগ দেন হুগো। তিনি গত তিন বছর অ্যান্ড্রয়েড’ টিমের সঙ্গে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গুগল।
এ সম্পর্কে গুগল জানিয়েছে, এটা হুগোর পছন্দ। তিনি যেটা ভালো মনে করেন।


এদিকে গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, হুগো গুগল ছাড়ছেন ঠিক, এ জন্য আমরা তাকে মিস করব। তবে আনন্দের ব্যাপার হচ্ছে তিনি আমাদের সঙ্গেই ‘অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে’ থাকবেন।
শিয়াওমি টিমের সঙ্গে প্রতিষ্ঠানটির পণ্য উন্নয়ন ও বিশ্বব্যাপী তা ছড়িয়ে দিতে কাজ করবেন তিনি। ২০১১ সালে শিয়াওমি তাদের নির্মিত প্রথম কমদামের স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এরপর ব্যাপক সাফল্য পায় প্রতিষ্ঠানটি।

বর্তমানে প্রতিষ্ঠানটির আর্থিক মূল্য প্রায় এক হাজার কোটি ডলার।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.