জানতে ও জানাতে ভাল লাগে
রোমান সাম্রাজ্যের সম্রাট গেয়াস জুলিয়াস সিজার অগাস্টাস ১৪ ক্রিস্টাব্দের ১৯ আগস্ট পরলোকগমন করেন তৎকালীন ইতালিয়ান নোলায়। ক্রিস্টপূর্ব ২৭ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি শাসক হিসেবে অধিষ্ঠিত ছিলেন। চাচা জুলিয়াস সিজার তাকে দত্তক নেন। তার জন্ম খ্রিস্টপূর্ব ৬৩ সারের ২৩ সেপ্টেম্বর গেয়াস অক্টোভিয়াস এবং আতিয়া বালবা কেসিনোর ঘরে।
খ্রিস্টপূর্ব ৪৪ সালে সিজার হত্যাকান্ডের পর অগাস্টাস সিংহাসনে আরোহণ করে অক্টোভিয়ান উপাধি ধারণ করেন।
খ্রিস্টপূর্ব ৪৩ সালে তিনি মার্ক অ্যান্টনি এবং মার্কাস এমিলিয়াসের সঙ্গে যোগ দেন ট্রিয়াম্ভির হিসেবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাচীন রোমে একই সময়ে একই পদে ব্যক্তির্ত্রয়ের যে কোনো একজনকে ত্রিয়াম্ভির বলা হতো। অক্টেভিয়ান রোম ও এর অনেক প্রদেশ শাসন করতে থাকেন। ২য় ট্রিয়াম্ভির মার্কাস এমিলিয়াস লেপিডাসের মৃত্যুর পর তিনি রাজ্যের অচলাবস্থা দৃঢ় হাতে সামাল দেন। অক্টেভিয়ানের শাসনামলে রোমে শান্তি বিরাজ করতে থাকে।
এজন্যে এ সময়টি প্যাক্স রোমানা নামেও খ্যাত। তার সময়ে রোমান সাম্রাজ্যের বিস্তৃতিঘটতে থাকে। কর পদ্ধতির সংস্কারের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার শাসনামলের উল্লেখযোগ্য দিক।
১৪ ক্রিস্টাব্দের এই দিনে পিতৃভূমি নোলা সফরকালে তিনি মৃত্যুবরণ করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।