আমাদের কথা খুঁজে নিন

   

গুলবাহারের তুচ্ছ কথন

বা

গুলবাহার কম বোঝে, বলা চলে - কিছুই বোঝে না। গুলবাহার জানে না, শুন্যতা থেকে মহাবিশ্ব, সূচনা পর্বের সেই প্রচন্ড শক্তির দাপটের কথা; সম্প্রসারণ, বেলুনের মত, চারদিক থেকে- অগণন জড় আর শক্তির ক্রমাগত ব্যর্থতার মাঝে তুচ্ছ কতিপয় গ্রহকে সবুজ আর জীবনের রঙে সাজিয়ে দেবার সফলতার কথা গুলবাহার জানে না। গুলবাহার জানে না, জীবনের ক্রম বিকাশের ধারাবাহিকতায় যৌনতাই বিকাশমান প্রক্রিয়া, গতিময় বিন্দু জীবন শারীরিক জীবনে রূপদানের উচ্ছ্বাস আর উত্তেজনা। এইসব না জেনেও গুল-বাহার নিজের মাঝে উচ্ছ্বাসের উপস্থিতি টের পায়। মস্তিষ্ক নির্দেশিত অন্তর্গত রসায়ন যৌন প্রবণতার পথ ধরে যা সৃষ্টির গান গায়- তাকে প্রেম জেনে মোতাহারের হাত ধরে ঘর ছেড়ে পালায়। হায়রে প্রেম! নিয়ে সোনার বরণ, গেয়ে যাস কত তুচ্ছ কথন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.