একজন মুক্ত মনের মানুষ ।
ইসলাম ধর্মে বলে, যারা আল্লাহ্র রাহে প্রকৃত শহীদ তাঁরা শহীদী পোষাকে হাশরের মাঠে উত্থিত হবেন। তার জ্বলজ্যান্ত প্রমাণ হজরত হিজর ইবনে আদী (রা।
গত ২রা মে ২০১৩ সিরিয়ার বিদ্রোহী পক্ষের (ফ্রি সিরিয়ান আ্রমি) এক গ্রুপ "ইসলাম ব্রিগেড" কর্তৃক হজরত হিজর ইবনে আদী (রা মাঝার ধ্বংশ করে উনার দেহ মোবারক অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আজ থেকে ১৪০০ বছর আগে উনাকে সমাহিত করা হয়।
কিন্তু উনার দেহ অক্ষত অস্থায় কবরে পাওয়া যায়। ইতিহাস বলে,
হজরত হিজর ইবনে আদী রা: রাসূলুল্লাহ ( সাঃ ) এর একজন একনিষ্ৎ ভক্ত এবং সহচর ছিলেন। এবং মুসলিম উম্মাহর সংশোধনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুয়াবিয়ার রাজত্বের সময় যখন জুমার খোৎবায় আলী রা: কে অভিশাপ দেয়া কাস্টম বা রীতিতে পরিনত হয় । তখন মসজিদের ইমাম থেকে সাধারন মুসলমানদের খুবই খারাপ লাগছিল কিন্তু ভীত মানুষ তাদের মৃত্যুর ভয়ে চুপ থাকতো ।
কিন্তু কুফায় হিজর ইবনে আদী (রা চুপ করে থাকেননি। তিনি আলী ( রাঃ ) প্রশংসা এবং মুয়াবিয়ার নিন্দা শুরু করেন।
মুয়াবিয়া তাঁকে অভিযুক্ত করে মৃত্যুদন্ড দিলেন এবং বললেন তাদের এক শর্তে রেহায় দিবেন যদি তিনি আলী ( রাঃ ) প্রতি অভিশম্পাৎ এবং মুয়াবিয়ার খিলাফৎ স্বীকার করেন। হজরত হিজর (রা এই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, আমি হিজর ইবনে আদী ' আমি আল্লাহ অসন্তুষ্ট হবে যে কথায় তা বলতে হবে তা কখনো সম্ভব নয়।
অবশেষে হিজর ইবনে আদী (রা , তার পুত্র হুমান ইবনে হিজর এবং তার সাত সাথীকে হত্যা করা হয়।
হজরত হিজর (রা কে হাতে পায়ে শিকল পরা অবস্থায় যতটুকু সম্ভব সবচেয়ে খারাপ পদ্ধতিতে হত্যা করা হয়।
তিনি মুয়াবিয়াকে অভিশাপ দিয়ে গিয়েছিলেন। যার জন্য মুয়াবিয়া মৃত্যুর সময় কঠিন যন্ত্রনা ভোগ করেন। মুয়াবিয়া মৃত্যুর সময়ে বলছিল, এটা হিজর ইবনে আদীর (রা অভিশাপের জন্য আমার এই কস্ট। হজরত হিজর তাঁকে শিকল পড়া অবস্থায় এবং পরনের কাপড়ে সমাহিত করতে অসিয়ৎ করে যান।
তিনি বলেন আমি মুয়াবিয়ার অন্যায়ের, জুলুমের চিহ্ন নিয়েই শেষ বিচারের দিন আল্লাহ্র দরবারে ফরিয়াদ জানাব।
বিস্তারিত : - http://en.wikipedia.org/wiki/Hujr_ibn_Adi
http://www.youtube.com/watch?v=zD_16-qE0wQ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।