আমাদের কথা খুঁজে নিন

   

ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শন করলেন স্পিকার এডভোকেট আব্দুল হামিদ

অনেকবার চেষ্টা করেছি কলম আর ক্যামেরার দাসত্ব থেকে বের হয়ে যেতে..কিন্তু পারি নি....পারবো কিনা জানি না---এভাবেই হয়তো চলবে...
বিলেতে বাংলা মিডিয়া প্রসারে ইউকেবিডিনিউজ এর ভূমিকা অনস্বীকার্য। তরুণ মেধাবী সাংবাদিকদের সমন্বয়ে ইউকেবিডিনিউজ স্বতন্ত্রধারা বজায় রেখে কাজ করে যাবে বলে প্রত্যাশা করি। প্রবাসে থেকেও ইউকেবিডিনিউজ এর নিয়মিত সংবাদ আপডেট করা চাট্টিখানি কথা নয়। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে পারলেই এই মিডিয়া শুধু প্রবাসেই নয়, বাংলাদেশেও শীর্ষস্থান দখল করে নিতে পারবে। গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে ইউকেবিডিনিউজ এর লন্ডন কার্যালয় পরিদর্শনকালে স্পিকার এডভোকেট আব্দুল হামিদ খান এ কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার মিডিয়ার প্রতি খুবই আন্তরিক। ডিজিটাল বাংলাদেশ গঠনে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাংবাদিকদের স্বাধীনতা অবরুদ্ধ করা হয়েছিল, কিন্তু বর্তমানে নির্বিঘ্নে মিডিয়কর্মীরা কাজ করছে। এসময় স্পিকার এডভোকেট আব্দুল হামিদ কমনওয়েলথ ল কলেজের প্রিন্সিপাল ড. বাহার উদ্দিন চৌধুরীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে স্পিকাল আব্দুল হামিদ বলেন, প্রবাসীরা যাতে সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারে সেজন্য শীঘ্রই একটি টিভি চ্যানেল চালু করা হবে।

আর এর সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হবে সংসদ ভবন থেকে। অধিবেশন ছাড়া বাকি সময়ে বিনোদন এবং শিক্ষা বিষয়ক অনুষ্ঠান প্রচার করা হবে। তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকদের সংসদ অধিবেশনের সংবাদ কাভারেজ এর জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হতো। বর্তমান সরকার আসার পর সংসদে মিডিয়া সেন্টার চালু করে দিই, যেখানে ইন্টারনেটসহ সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে। পরিদর্শনকালে তিনি ইউকেবিডিনিউজ সম্পাদক সোয়েব কবীর ইউকেবিডিনিউজ এর সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে স্পিকার আব্দুল হামিদকে বিস্তাতির জানান এবং সে সময়ে স্পিকার নিজেই একটি সংবাদ আপডেট করেন।

ইউকেবিডিনিউজ এর কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইউকেবিডিনিউজ এর এম এস কে সরকার, হেফাজুল করিম রকিব, মাহবুব হাসান জুয়েল, আবুল কাশেম, শহিদুল ইসলাম তারেক। উল্লেখ্য, ইউকেবিডিনিউজ লন্ডন থেকে প্রকাশিত প্রথম অনলাইন বাংলা দৈনিক সংবাদপত্র। এটি শুধু বৃটেনেই নয়, পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নিউজ সাইট। বর্তমানে এর প্রতিদিন গড়ে ৩০০০০ পাঠক নিয়মিত এটি পড়ে থাকেন।

ইউকেবিডিনিউজ এর ওয়েবসাইট হলো : http://www.ukbdnews.com
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।