আমারা কম্পিউটারে কিছু গেমস্ বা আমরা যারা মূলত কম্পিউটারে ইন্টারনেটে অনেকগুলি পেজ দিয়ে একই সাথে কাজ করি তখন হয়তো আমরা অনেকেই পিসি স্লৌ বা একপেজ হতে অন্যপেজে যেতে কিছুটা হলেও দেরীর কারনে অনেক সময়ই বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি।
এই বিরক্তিকর পরিস্থিতির কারণটা সম্ভবত পিসির রযামটি পর্যাপ্ত পরিমানে না হওয়ার জন্য। আমরা যখন কোন প্রৌগ্রাম রান করি তখন এটি র্যাম থেকে প্রসেসিং হয় তাই রযাম যত ফাঁকা থাকে প্রৌগ্রাম রান হয় ততই দ্রুত।
আর এই দ্রুত প্রৌগ্রাম রান করার জন্য বা বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি না হয়ে স্বাচ্ছন্দে অনেকগুলি ইন্টারনেটের পেজ নিয়ে কাজ করার জন্য আপনি ইবুষ্টার ব্যবহার করতে পারেন।
কেন ইবুষ্টার ব্যবহার করতে বলছি?
এটি আপনার পেনড্রাইভটি বা আপনার পিসির হাডডিসক এর ড্রাইভকেই র্যামের মত করে ইউজ করবে।
ফলে আপনার পিডি কোন অতিরিক্ত রযাম ছাড়াই পেন ড্রাইভটির বা হাডডিসক টিকেই অতিরিক্ত রযাম হিসেবে ব্যবহার করতে পারবেন।
উইন্ডোজ ভিস্তার রেডিবুষ্ট এর বেনিফিটটি আপনি উইন্ডোজ একসপিতেই উপভোগ করতে পারবেন।
তাহলে আর দেরী কেন, এক্ষুনি এই লিংকটিতে যান এবং ডাউনলোড করে উপভোগ করুন।
বিঃদ্রঃ আমি বানানের ব্যাপারে অনেকটাই অজ্ঞ। তাই এটিকে আপনারা মা সুন্দর দৃষ্টিতে দেখতে কৃতজ্ঞ রইব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।