আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!
চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে স্বাদ যে জাগে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়
রংধনু রং শুধু প্রাণেতে ঝরে
উদাসী মনকে বিভোর করে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়
হয়ত আমার কথা সুন্দর
হয়ত আমার গান মিষ্টি
হয়ত আমার প্রেম নির্ঝর
যাদু ভরা দু চোখের দৃষ্টি
হৃদয়ের ভাষা বোঝা বড় দায়
ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায়
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়
ওগো যে মন একটি স্বপ্নকে ভালোবেসে
এগিয়ে চলে সে তো ভাবাবেসে
ফুলতো ফুটবেই বাগানে
ছুঁটে ছুঁটে আসবেই অলি
যখনই জ্বলবে দ্বীপ আধাঁরে
যাবেতো পতঙ্গ জলি
যদিও ঐ কথা মিথ্যে নয়
ভালোলাগা শেষে ভালোবাসা হয়
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়
চোখেতে অনেক ছবি ভালো লাগে
আপন করে পেতে স্বাদ যে জাগে
তবু ভালোবাসা ভালোলাগা এক নয়
ভালোবাসা ভালোলাগা এক নয়
শুনুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।