আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
: কি কমু আর! উরে.....আমার মাজাটা চইলা গেলো!
: কই গেলো?
: আর ধুরো আপনের কই গেলো? আমি মরি বিষে আর আপনে জ্বলেন টিউবলাইটে। রাইতের ঘুম ভালই গেলো। সাত সকালে আচানক এক মধুর স্বপ্ন দেইখা ঘুম ভাঙলো। বৌরে ডাক দিয়া কইলাম," ওগো শুনছো, ভোর বেলার স্বপ্ন কি সত্য হয়?" সে গুঙ্গাইয়া কইলো," হইবার পারে, কেন কি দেখছো? টাকার বৃস্টি হইতাছে?" আমি কইলাম," না সেরম না।" সে আবার কইলো," তাইলে কি আমাগো মুন্না বৃত্তি পাইছে?" আমি কইলাম," আরে না, সেইটাও না!" সে তখন আড়মোড়া ভাইঙ্গা উইঠা কইলো," তাইলে লটারী লাগছে?" আমি আরেকখান মোচড় দিয়া কইলাম," সেরম কিছু না।" সে তখন বালিশে একটা বড়ি দিয়া কয়," কি এমুন দেখলা যেইটা দেইখা ৬ মাস পর ভোর বেলা তুমার আইলসা ঘুম ভাংলো?" আমি তার দিকে তাকাইয়া বর্ণনা দিলাম," আমি এক ফুল বাগিচায় বইসা আছি আর আমার পাশে ১০১ খান সুন্দরী মাইয়া, কেউ প্লেবয় সুন্দরী, কেউ হলিউডের নায়িকা, কেউ বলিউডের ড্যান্সার, আবার কেউ পাশের বাড়ির জরিণা কমলা!" কথা মাটিত পড়বার পারলো না, এমুন সময় বৌ এর দিকে তাকাইয়া আমার আক্কেল গুড়ুম!
: তখনই কি বাড়ীত ডাকাইত পড়লো?
: আরে ধুরু মিয়া, কথার মাঝখানে বাম ঠ্যাং ঢুকান কেন এ্যাডাল্ট ফিল্মের হ্যারি পটারের মতো। যারে সকাল বেলা বেড টির কথা কইলে অফিস থিকা আইসা সেই টি খাইতে হয়, সে কেমনে জানি ছলাৎ কইরা একখান ইয়া লম্বা লাঠি হাতে আমারে কয়," তবেরে মিনসে হতচ্ছাড়া, বিয়ার ১৪ বছর পর তুমার নজর হইছে বাড়িছাড়া! দেখো তুমার স্বপ্ন কেমনে দেখাই!" এই কইয়া এমুন দমাদম বাড়ি মারলো, আমার মুখের আক্কেল দাত লগে লগে শাহাদাৎ বরন করলো আর ডাইন ঠ্যাং পাটখড়ির মতো মচকাই গেলো!
: (সাংবাদিক কপালে হাত মাইরা) আপনে বৌ এর হাতে পিটানি খাইয়া হাসপাতালে আর আপনের আশেপাশের সবাই শব্দ শুইনা ভাবছিলো আপনের বাড়ীত গেন্ধা ডাকাইত পড়ছে। আমি ভাবলাম দুই সপ্তাহ ধইরা পেপারে এফডিসির বস্তাপচা খবর ছাপাইতে ছাপাইতে সম্পাদকের মাথা পাইকা গেছে, সেইখানে আপনের চরম রোমান্ঞ্চকর ডাকাতীর ঘটনা নিয়া সপ্তা মাত করুম, সেইখানে আপনে কইলেন বৌ এর বাড়ী। ধুরু মিয়া!
ইহাই ছিলো হরিছআলির ডাইন ঠ্যাং এর অন্তর্ধান রহস্য আর এই নিগূড় রহস্য সদা সচেস্ট
দৈনিক টুটপাড়া
আপনাদের প্রিয় দৈনিক!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।