এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
Loadscout - ছোট্ট একটা ১ মেগাবাইট সাইজের ফ্রি সফটওয়্যার। সফটওয়্যার ছোট হলেও এর আছে একটি অনন্য ফিচার। এটি দিয়ে কোন সার্ভারে থাকা যেকোন Zip অথবা RAR ফাইলের ভেতরে যে কোন একটি বা একাধিক ফাইল অথবা ফোল্ডার আলাদাভাবে ডাউনেলাড করা সম্ভব, পুরো ফাইলটা ডাউনেলোড করার কোন প্রয়োজন নেই! এছাড়াও এটি দিয়ে কোন Zip অথবা RAR ফাইলের ভিতরে আসলে কি কি ফাইল বা ফোল্ডার আছে তা দেখা সম্ভব (কারন Zip অথবা RAR ফাইলগুলো ডাউনলোড করতে হয় অন্ধের মতো, ভিতরে কি আছে তা না জেনেই)। তাই এ কাজেও এটাকে ব্যবহার করা যেতে পারে। তবে এটির কিছু সীমাবদ্ধতা আছে।
এটি সবধরনের সার্ভারে কাজ করে না - বিশেষতঃ Rapidshare টাইপের ফাইল শেয়ারিং সাইটগুলোতে। কারন এই সাইটগুলো মূল ফাইলের একটি অস্থায়ী Mirror লিংক দেয় যা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে অথবা একবার সংযোগ বিচ্ছিন্ন হলেই আর কাজ করে না। আর তাই সরাসরি ftp বা http লিংকগুলো ভালো কাজ করবে, যেগুলোকে আমরা Direct Link ও বলে থাকি। তবে এটি Mediafire এর লিংকগুলোয়ও কাজ করে (এক্ষেত্রে ডাউনলোড শুরু করে অস্থায়ী লিংকটা Loadscout এ Paste করতে হবে)।
যেকোন ফাইলের ডাইরেক্ট লিংক Copy করে Loadscout এর Open Url বাটনে ক্লিক করে নির্দিষ্ট ঘরে Paste করুন।
OK চাপুন। আমি এখানে উদাহরনস্বরূপ এই লিংকটি ব্যবহার করবো: http://files.9down.com:8080/Internet.Download.Manager.v5.17.2.Incl.KeyGen.and.Patch.rar
কিছুক্ষণ Processing দেখানোর পর ডানদিকে RAR ফাইলের ভিতরের ফাইলগুলো দেখা যাবে। আমি এবারে আমার যেটা দরকার সেটার উপর রাইট ক্লিক করে Extract সিলেক্ট করবো।
যেখানে সুবিধা ফাইলটা সেখানে সেইভ করবো!
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটির আসলেও কি কোন দরকার আছে? একটা উদাহরন দেই পাইরেসির জগতের পরিপ্রেক্ষিতে, মনে করি আপনার কোন একটি নির্দিষ্ট সফটওয়্যারের Trial ভার্শনটি আছে যার সাইজ ৭২ মেগাবাইট। এখন শুধু Keygen/Patch/Crack হলেই হয়।
একটা সাইটে পেলেনও Keygen/Patch/Crack সহ, কিন্তু পুরোটা একটা Zip অথবা RAR ফাইলের ভেতরে Setup ফাইলটি সহ। এখন কি আপনি মাত্র কয়েক কিলোবাইটের একটা Crack এর জন্য পুরো ৭২ মেগাবাইট আবার ডাউনলোড করবেন?
Loadscout ডাউনলোড করার লিংক: http://www.loadscout.com/download.shtml
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।