আমাদের কথা খুঁজে নিন

   

রেপিড শেয়ার নিয়ে আহাম্মকের মতো কয়েকটি কথা

সুন্দর সমর

পুরানো রোগী নাকি নতুন বৈদ্যের থেকে রোগ সর্ম্পকে বেশি জানে। এমন একটা কথা শহর গ্রাম হরদম শোনা যাবে। আমি কমপিউটার বিষয়ক বিশেষ অজ্ঞ। উদাহরণ দেই, ভাইরাসে ঘায়ে ক্ষতিগ্রস্থ উইন্ডোস পাল্টাতে হলে আজো আমাকে ছুটতে হয় দোকানে। অথচ কাজটা নাকি জলবৎ তরলং মানে পানির মতো সহজ।

যাই হোক এ ব্যাপারে কি ভাবে দক্ষতা অর্জন করবো জানা থাকলে আমাকে বলবেন। এ ছাড়া নেটের বিশাল জগতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা সম্পদও সর্ম্পকেও আমি বেখবর থাকবো সে জন্য হাসির কিছু নেই। এ কারণে রেপিড শেয়ার থেকে কিছু নামাতে বলা হলে আমার পায়ের ঘাম মাথায় ওঠার দশা হতো। তারপর নেট ঘাটতে যেয়ে হঠাৎ ভিটিস ফ্রি ডাউনলোডারের খোঁজ পেলাম। এখন কেবল রেপিড শেয়ার নয় অন্য অনেক ফাইল হোস্টিং সাইট থেকে কোনো কিছু নামানো ছেলেখেলা হয়ে গেছে।

কপি পেস্ট করে আমি মোচে তা দেই যা করার ওই প্রোগ্রাম করে। আমার মতো বোকারা এটা ব্যবহার করে দেখতে পারেন। তবে আমার চেয়ে চালাকদের জন্য এই পোস্ট লেখা হয় নি। এখন অবশ্য রোগ সর্ম্পকে অনেক জানার মতো পুরানো রোগী হয় নি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.