কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।
ঘটনা হইল বিদেশি রেসিপি দেখলে মশলার নাম বুঝি না। তবে আমার কাছে মোটামুটি সব মশলা পাতিই আছে।
সয়া সস,বারবিকিউ সস,ওয়েস্টার সস আরো সব হাবিজাবি একগাদা। আর, হ্যা, খুঁচাখুঁচি যেন না করে কেউ, তাই বলি।
এগুলার সাথে মুরগীও আছে।
কথা হল, গ্রিল চিকেন কিভাবে বানায় ? আজকে রাতেই বানানোর ইচ্ছা আমার। কিন্তু, উপায় পাচ্ছি না।
আমার মাইক্রোওভেনে গ্রিল লিখা একটা সুইচ আছে। আর, বাকি গুলাতে ওয়াট এর হিসাব দেয়া।
১০০,২০০,৩০০,৬০০,৮৫০,১০০০ ওয়াট।
কথা হল, এখন আমি গ্রিল চিকেন বানাবো কেমনে ??? জ্ঞানীরা এগিয়ে আসেন।
বানানো হইলে সবাইকে দিব। সেইটা ব্যাপার না। বানানোর উপায় শিখায়া দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।