আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রনাই কি সব শিল্প সাহিত্যের উৎস ?

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
যন্ত্রনাই কি সব শিল্প সাহিত্যের উৎস ? আমার তো মনে হয় তাই । রবীন্দ্রনাথের কথা ধরুন -- শেষ বয়স পর্যন্ত তার প্রিয়জনরা একে একে মারা গেছেন । টলষ্টয় -- তিক্ত সাংসারিক জীবন । মার্ক টোয়েনের অভিজ্ঞতাও রবীন্দ্রনাথের কাছাকাছি । জ্যাক লন্ডনেরও জীবনে তিক্ততার ছড়াছড়ি ।

আমি জানি না কেনো মানুষের তিক্ত অভিজ্ঞতার স্মৃতিটা বেশী মনে থাকে । এর কোন বৈজ্ঞানিক ব্যাখা জানা নেই আর দিতেও ইচ্ছুক না । (ইদানিং সব কথার সাথে একটা করে লিংক জুড়ে দেয়ার একটা কালচার তৈরী হয়েছে । "পাখি আকাশে উড়ে" লিখলেও মানুষ এখন প্রমান হিসাবে উইকিপিডিয়ার লিংক চেয়ে বসে ! ) যেটা বলছিলাম -- তিক্ত অভিজ্ঞতা -- জানি না কেন মানুষের তিক্ত অভিজ্ঞতার স্মৃতিটা বেশী মনে থাকে -- এটা মানুষের কোন এক পূর্ব পুরুষ সাপ হবার কারনে ? লেজে পা দেবার কারনে দাত গুলো কুটকুট করে উঠে -- বিষ ঢেলে না দিলে কুটকুটানি যায় না ? লেখকের তিক্ততাটা সেই লেখার মধ্যে দিয়ে প্রকাশ পায় না কি । সেটা আনন্দের বেলাও খাটে -- কিন্তু তিক্ততা/যন্ত্রতার প্রকাশটা অহরহ আর বেশী তীব্র মনে হয় ।

যন্ত্রনাই শিল্প সাহিত্যের উৎস কিনা জানি না । পূর্নিমার চাঁদ অনেকের কাছেই ঝলসানো রুটি । নিজের মনের জটিলতা কোন, গল্প কবিতায় ঢেলে দেয়া । কোথায় যেনো পড়েছিলাম লেখকদের সামাজিক বেশ্যা সাথে তুলনা করা যায়। পড়ার পর থেকে আজ অব্দি লেখালেখির প্রসংগ মনে আসা মাত্র একথাটা মনে পড়ে।

একটা সময় ছিলো যখন লেখকদের মাথায় তুলে রাখতাম । এখন তাদের আমাদের মতোই মানুষ মনে হয় । লেখকরা নিজের সব অভিজ্ঞতা লেখার মাধ্যমে শেয়ার করেন । তবে সায়েন্স ফিকশন আর হরর লেখকরা বাদ যাবেন মনে হয়(!)। একটা গ্লাস/ ডিস / চরিত্র / ঘটনা / দৃশ্য / সময়ের বর্ননাও লেখকের অভিজ্ঞতার বাইরে না ।

নিজের প্রাইভেট লাইফ কি কেউ এর বাইরে রাখতে পারেন । যদিও পারেন কতক্ষন এভাবে আড়ালে থাকতে পারেন ? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ বাস্তব দুনিয়া থেকে পালানোর জন্যই একটা মায়াজগত মানুষের তৈরী করা প্রয়োজন হয়ে পরে বলে মনে হয় ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।