আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্পময় এক জন্মদিনের কথা

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি

গতবারও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল! সাত দিন টাইফয়েডে ভোগার পর আমার মেয়েটা ঐ ১১ আগস্টেই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছিল! সচলায়তনে ওর রোগমুক্তি নিয়ে পোস্ট দিয়েছিলাম, কারণ সচলের ব্লগাররা ওর অসুখ নিয়ে রোজই পোস্ট দিত। সেই রোগমুক্তির পোস্টে কে একজন বলে বসল....হ্যাপি বাড্ডে মনজু ভাই! কাকতালীয় ভাবে এবাও প্রায় একই বিপজ্জনক ঘটনা! ভূমিকম্প নিয়ে কম্পিত হাতে আতংকীত পোস্ট লিখলাম! মনির এসে বলে দিল....হ্যাপি বাড্ডে মনজু ভাই!! গত রাতে এই টুকু লিখেছিলাম....................... একটু আগে রাত ঠিক ৩ টার সময় ভূমিকম্প হলো! কেউ কি টের পেয়েছেন? আমি চার-পাঁচটা ঝাকি অনুভব করলাম! মনের ভুল নাতো?পরে বোঝা গেল না, মনের ভুল নয়, মোটামুটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়ে গেছে!! এই বিপদ মোকাবেলার জন্য আমাদের দেশে সামান্যতম সরঞ্জামও নেই। নেই আগাম কোন সতর্কবার্তাও! জাস্ট বড় ধরণের ভূমিকম্প হলে ইঁদুরের মত কলে পড়ে মারা যাওয়া ছাড়া আর কিছুই করণীয় থাকবে না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.