আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে এই লিখাটি পড়তে বলি। অবশ্যই পড়বেন।



আজকাল কত ধরনের ২ নম্বরি যে চলছে তার তালিকা দিয়ে শেষ করা যাবে না। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি যাতে আপনারা কেউ এ ধরনের ভন্ডদের হাতে পড়ে ক্ষতিগ্রস্থ না হন। আমরা সবাই আজকাল সেলবাজার.কম বা ক্লিকবিডি.কম এর সাথে পরিচিত। পরিচিত না হলেও নাম শোনেননি এমন কাউকে খুজে পাওয়া যাবে না। এখানেই চলছে প্রতারনার খেলা।

মোবাইল নিয়ে আমাদের সবারই কম বেশী কৌতুহল রয়েছে। আমার পরিচিত একজনের কাছে শুনলাম তিনি সেলবাজার থেকে কিভাবে প্রতারিত হয়েছেন। ঘটনাটি ঠিক এ রকম। একজন সেলবাজারে নোকিয়া এন৯৫,৮ জিবি সেট এর এড দেখে তাকে ফোন করে তার কাছ থেকে নোকিয়া এন৯৫ সেটটি কেনার আগ্রহ দেখালেন। বর্তমান বাজারে নোকিয়া এন৯৫,৮জিবি সেট এর অনেক দাম।

তাই তিনি মাত্র ৮,৫০০ টাকা দেখে সেকেন্ডহ্যান্ড নোকিয়া এন৯৫ সেটটি নেয়ার জন্য বিক্রেতার কাছে ফোন করে বললেন, ভাই আমি আগামীকাল সকালেই আপনার সেটটি দেখব এবং পছন্দ হলে টাকা দিয়ে নিয়ে নিব। বিক্রেতা বললেন, রাখা সম্ভব না,কারন আরো অনেকেই ফোন করেছে,তারা আগামিকাল সকালে এসে সেটটি দেখবে। তখন ক্রেতা বললেন, ভাই আমি অবশ্যই সেটটি নিব। প্লিজ আপনি কাল সকাল ১০ টা পর্যন্ত সেটটি বিক্রি করবেন না। বিক্রেতা কোন মতেই রাজি হল না এবং বলল, এভাবে আপনার কথায় বুকিং রাখা যাবে না,আপনি একটা কাজ করেন।

আপনি আমার মোবাইলে ১০০ টাকা ফ্লেক্সি করেন। আপনার যদি সেট টা পছন্দও না হয় তাহলে আপনাকে ১০০ টাকা ফেরত দেয়া হবে। অগত্যা ক্রেতা ভদ্রলোক রাজি হলেন ফ্লেক্সি করতে এবং তখন রাত ১১:৩০ সত্তেও তাকে ফ্লেক্সি করলেন। পরের দিনের ঘটনা। সকাল থেকে বিকাল অবধি বিক্রেতাকে ফোন করে পাওয়া যাচ্ছিল না।

বিকালের পরে তাকে ফোনে পাওয়া গেলেও ক্রেতা ভদ্রলোককে উলটো ঝারি মারতে লাগলেন এই বলে ,কিসের টাকা, ভাই আপনার নাম সিফাত না? না আমি সিফাত না। ভাই আপনি সেল বাজারে এড দিয়েছেন না? আপনি রং নাম্বারে ফোন দিছেন বলে লাইন কেটে দিলেন। এভাবে এসব প্রতারকরা যে কতজন থেকে টাকা হাতিয়ে নিয়েছে তার ইয়াত্তা নেই। আপনারাও তার নম্বরে ফোন করে দেখতে পারেন। তার নম্বরঃ ০১৭১৭৯০১৪৪৮ , সিফাত,উত্তরা,ঢাকা।

সেলবাজার.কম আপনারা এদের হাত থেকে সাবধান থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.