কাজী হায়াৎ পরিচালিত 'ইভ টিজিং' চলচ্চিত্রের প্রিমিয়ার শো আজ। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে বিকাল সাড়ে ৫টায় এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ইভ টিজিংয়ের মতো একটি সামাজিক সমস্যা প্রতিকারে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন বলে জানান নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, চলচ্চিত্রটি দেখে মানুষ ইভ টিজিংয়ের ভয়াবহতা সম্পর্কে জানবে ও প্রতিকারে এগিয়ে আসবে। এ চলচ্চিত্রটির মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, কাজী মারুফ ও তমা মির্জা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।