আমাদের কথা খুঁজে নিন

   

পেনিসিলিন আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং-এর জন্মবার্ষিকী আজ

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

পেনিসিলিন আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং-এর ১২৮তম জন্মবার্ষিকী আজঃ আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন স্কটল্যান্ডনিবাসী চিকিৎসক ও জীবাণুতত্ত্ববিদ। তিনি সর্বপ্রথম জীবাণুনাশক পেনিসিলিন আবিষ্কার করে খ্যাতিমান হয়ে আছেন। আলেকজান্ডার ফ্লেমিংয়ের জন্ম ১৮৮১ সালের ৬ আগস্ট একটি কৃষক পরিবারে। তিনি ১৯০৬ সালে সেন্ট মরিস হাসপাতাল মেডিক্যাল স্কুল থেকে ডাক্তারি পাস করেন।

চিকিৎসক হলেও জীবাণুতত্ত্বের দিকেই তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। তাই জীবাণু সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে তিনি সারা জীবন গবেষণা করে গেছেন। ১৯২৮ সালে তিনি আবিষ্কার করেন বিশেষ এক ধরনের ছত্রাকে জীবনরক্ষাকারী পেনিসিলিনের অস্তিত্ব। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আকস্মিক এক ঘটনাক্রমে। স্ট্যাফাইলোকক্কাস নামক জীবাণু নিয়ে কাজ করতে গিয়েই তিনি এমন এক ধরনের ছত্রাকের সন্ধান পান, যার জীবাণুনাশক ক্ষমতা রয়েছে।

ছত্রাকটির নাম 'পেনিসিলিয়াম নোটেটাম'। আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম পেনিসিলিন আবিষ্কার করলেও একে মানবদেহে ব্যবহারের উপযোগী অবস্থায় নিয়ে আসেন দু'জন বিজ্ঞানী- হাওয়ার্ড ফ্লোরি (১৮৯৮-১৯৬৮) ও আর্নস্ট চেইন (১৯০৬-১৯৭৯)। ১৯৩৮ সালে এরা পেনিসিলিনের নিষ্কাশন ও বিশুদ্ধকরণের কাজ সম্পন্ন করেন। ফলে এ দু'জন বিজ্ঞানীও আলেকজান্ডার ফ্লেমিংয়ের সঙ্গে সম্মিলিতভাবে ১৯৪৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পেনিসিলিন আবিষ্কার ছিল চিকিৎসাজগতের জন্য এক নতুন দিগন্তের সন্ধান।

আলেকজান্ডার ফ্লেমিং নোবেল পুরস্কার ছাড়াও তার গবেষণাকর্মের জন্য পেয়েছিলেন আরো স্বীকৃতি ও সম্মান। ১৯৪৩ সালে তিনি রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন এবং ১৯৪৪ সালে নাইট উপাধিতে ভূষিত হন। স্যার আলেকজান্ডার ফ্লেমিং ১৯৫৫ সালের ১১ মার্চ লন্ডনে মৃত্যুবরণ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।