একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
দেড় বছরের রিলেশনটা সম্প্রতি চুকেবুকে গেছে। মেয়ে নাকি আরেকজনরে পছন্দ করা শুরু করছে। অবশ্য এটা আমি বিশ্বাস করতে পারি নাই। এডজাস্টমেন্ট হইতাছিলো না ঠিক মত। এইটা সেইটা নিয়ে লেগেই থাকতো।
আমি রাগ করে একদিন খারাপ কথা শুনায় দিছিলাম। মেয়ে অনেক শক্ড হইছে। এরপর ২ মাস কথা বন্ধ। কয়েকদিন আগে ফোন করে খুশির সংবাদটা পেলাম!!
অবশ্য ব্রেকাপের পর কয়েকটা ভালো ভালো জিনিস শিখলাম...
১) গার্লফ্রেন্ড থাকার চেয়ে বন্ধু/বান্ধবী থাকা হাজারগুন ভালো।
২)কাউরে পুরাটুকু দিয়া ভালোবাসতে হয় না, বাসলে পরে পস্তাইতে হয়।
৩)জীবনে যত সুনামি টাইপের খারাপ সময় আসুক না কেন, পড়াশোনার ক্ষতি যেনো না হয় সেটাই দেখা উচিত। গার্লফ্রেন্ড যাইবোগা, কিন্তু আমার সিজিপিএ আমার লগেই থাকবো।
কয়েকদিন ধরে মনটন খুব খারাপ। খাইতেও মন চায় না। গত ২ সপ্তাহ ধরে খালি ডাল-ভাত আর ট্যাং/জুস খেয়ে কাটাইতেছি।
অবশ্য এখন আর এতটা মন খারাপ করি না। মন খারাপ করে থাকার জন্য আমার বাপ-মা আমাকে টাকা খরচ করে প্রাইভেট ভারসিটিতে পড়ায় না।
কত রাত তো আমিও কাদছি, কাদতে কাদতে ভোর হইয়া গেছে, কই? আমারে তো কেউ সাপোর্ট দিলো না। কেউ তো একবারো জিগাইলো না কেমন আছি! আর তোমারে এক পোলা ২দিন ধরে সাপোর্ট দিলো আর তুমি ডুইবা গেলা?
এত ভালোবাসা দিলাম, তাতেও যদি মাইয়া কিছু বুঝবার না পারে তো আমি একলা আর কি করতাম? আমি যদি সত্যই ভালোবাইসা থাকি তাইলে মাইয়া আবার আইবো, আর না আইলে বুঝতে হইবো আমি আসলে ভালোবাসতে পারি নাই।
এখন থেকে ভাবতাছি ব্লগে নিয়মিত হবো।
রাতমজুর ভাই আর বিবর্তনবাদী ভাই অনেকটুকু সাপোর্ট দিছে। ব্লগে কয়েকটা নতুন ভালো ব্লগার পাইছি। ভালোই লেখে। বাস্তবতা মেনে নেয়াই ভালো। নিজের কষ্টগুলারে জেদে পরিনত করতাছি।
ভালো একটা রেজাল্ট করাই লাগবো।
এর মাঝে মাইয়া যদি নিজের ভূল বুঝে আসতে চায় তো আসুক। আমি আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।