আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইনানুকাব্য! (নামটা শক্ত হৈছে? ব্যাপারনা পোষ্টে আসেন!)

পড়তে ভাল লাগে। ১। চোখ রাখিস এ চোখেই মনের মাঝেই হারাস খেই। ২। ভীড় খুব পার্কে।

তুমি ছাড়া কার কে?! ৩। ছেলে আজ চুপচাপ। দূরে ক্যান কাছে চাপ! ৪। রেষ্টুরেন্টের কোনায়, চুমু দেব শোন আয়! ৫। চলো যাই কনসার্টে।

লিপষ্টিক লাগুক সাদা সার্টে! ৬। ক্লীন শেভড গাল। চুমু মিষ্টি ঝাল! ৭। যাওয়ার আগে জরিয়ো। ছোঁয়া লাগুক জরিও! (জামার জরি) ৮।

রোদে তুলে হুড। কাছে আসার মুড! ৯। গাজীপুরে শালবন। প্রেমে চাই চুম্বন। ১০।

চৌদ্দই ফেব্রুয়ারী। আজই ভাংবো আড়ি। ১১। ভালবাসা দিবসে জড়াবো আবেশে। ১২।

গোলাপ সুন্দর লালেই চুমু সুন্দর গালেই! ১৩। আজ ভুলো বাইন্ড। করবোনা মাইন্ড! ১৪। রাত হলো দাও বিদায়। “আসি” বলো নো “যাই”! উৎসর্গঃ একজন ব্লগারের ফেবু স্ট্যাটাসে দেখলাম কার যেন পাখি উড়ে গেছে ১৪ই ফেব্রুয়ারীর আগে! সে সহ সকল পাখিহীনদের।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।