আমাদের কথা খুঁজে নিন

   

সানবেড ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

সঞ্জয় মিঠু

চামড়ার রঙ পরিবর্তন করে নিজেকে আরো আকর্ষণীয় করা এখন নিরাপদ নয়৷ কারণ আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা কেন্দ্র বলছে, সানবেড ক্যান্সারের ঝুঁকি বাড়ায়৷ যা মৃত্যুর কারণ হতে পারে৷ বিশ্বের অনেক দেশ আছে যেখানে সূর্যের প্রখর খরতাপ খুবই দুর্লভ বিষয়৷ আর এইসব দেশের বেশিরভাগ মানুষেরই গায়ের রঙ সাদা৷ পরিবর্তনের জন্যই হোক আর সৌন্দর্য বর্ধণের জন্য- অনেকেই তাদের গায়ের রঙ রৌদ্রোর তাপে পুড়িয়ে, কিছুটা কালো করতে আগ্রহী থাকেন৷ এই জন্য আধুনিক এই যুগে তৈরি হয়েছে আধুনিক এক পদ্ধতি ৷ যার নাম সানবেড৷ চোখে বিশেষ চশমা পরে ঘন্টার পর ঘন্টা একটি বিশেষ চেম্বারের মধ্যে শুয়ে থাকা যা কিনা সানবাথের মতোই কাজ করে৷ পরিবর্তনের জন্যই হোক আর সৌন্দর্য বর্ধণের জন্য- অনেকেই তাদের গায়ের রঙ রৌদ্রোর তাপে পুড়িয়ে, কিছুটা কালো করতে আগ্রহী থাকেন কিন্তু আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা কেন্দ্র বলছে আগে তারা সানবেডের কারণে ক্যান্সার হতে পারে এমন কথা বললেও এখন তারা নিশ্চিৎ৷ কেন্দ্রটি বলছে এই কারণে মানুষের শরীরে ভয়াবহ জীবননাষক ক্যান্সার হতে পারে৷ গবেষণা কেন্দ্রটির তথ্য মতে, ৩০ বছরের নিচে যে সব মানুষ সানবেড করে থাকেন তাদের ৭৫ ভাগেরই ভয়াবহ ক্যান্সার হতে পারে৷ এটি চোখে বা শরীরের যে কোন জায়গায় বাধতে পারে বাসা৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত ক্যান্সার বিশেষঞ্জ ড. ফাতিহা এল গ্লিসাসীর মতে, সানবেডের জন্য যে ধরণের যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা চামড়া, বিশেষ করে তরুণ মহিলাদের চামড়ার জন্য ক্ষতিকর৷ গবেষণা কেন্দ্রটি সাবধান করে বলছে, সিগারেট পানের ফলে ক্যান্সারের সম্ভাবনা যতো বেশি থাকে সানবেডের জন্য তার মাত্রা আরো বেশি হয়৷ কেন্দ্রটি তাদের সমীক্ষায় দেখাচ্ছে, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে ৮৪২০জন ক্যান্সারে আক্রান্ত হয় ৷ এর মধ্যে পুরুষ ৫৪০০ জন এবং মহিলার সংখ্যা ৩০২০ জন৷ আর পৃথিবীতে সানবেড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উত্তর ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে৷ এদিকে যুক্তরাজ্যের সানবেড এ্যাসোসিয়েশন বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে৷ তারা বলছে, সানবেডের কারণে চামড়ায় ক্যান্সার হওয়ার কোন সুযোগ নেই৷ আর যদি হয়েও থাকে তবে তা অতিরিক্ত সানবেড ব্যবহারের কারণে হতে পারে৷ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.