জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আমি তো পুরা টাসকি। ভাবছিলাম ব্লগে ২ বছর ৩ দিন মানে ২ বছর পূর্ণ করার আনন্দে একখান ঝাকানাকা পুষ্ট দিব। কিন্তু একটা ফুলবানুর পুষ্ট ও লুলামি দেখিয়া মন খারাপ হইয়া গেল।
Click This Link
এই ফুলবানু সবাইকে শুভেচ্ছা জানাইয়াই কাইত কইরা দিয়াছে। লিখিতে শুরু করে নাই।
লিখার দরকারও নাই। নিক পিক দেখায়াই দুনিয়া কাইত। ঝাঁকে ঝাঁকে লুলেরা ঝাঁপ দিয়া পড়িয়াছে।
অনেক দিন থিকাই ভাবতেছিলাম লুলবাবুর নিক ছাড়িয়া ফুলবানুর নিক লইব। এই পুষ্ট দেখিয়া সিদ্ধান্ত পরিষ্কার।
আর এই নিকে না। এই বার ফুলবানু সাজিতে হইবে।
Click This Link
কিন্তু এখন দেখিতেছি, নিকের চেয়ে পিক বেশি দরকারী। কেননা, নিক নয়, পিক দেখিয়াই লুলবাবুরা পুলকিত হয় বেশি। নতুন পিক পাইলেই ফিরিয়া আসিব নতুন নিক নিয়া।
নিক ও পিক দেখাইয়া লুলবাবুদের মাথা আউলায়া দিবার মঞ্চায়।
তাই অবশেষে ২ বছর ৩ দিনের মাথায় লুলবাবু হইতে পদত্যাগ করিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।