( নেট সুবিধার অভাবে বিলম্বিত পোষ্ট )
একদিবসীয় সিরিজেও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো। এজন্য সাকিব বাহিনীর সকল সদস্যকে অভিনন্দন !
প্রথম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ স্পিনার আবদুর রাজ্জাক রাজ, দ্বিতীয় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান, তৃতীয় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ এবং ম্যান অব দ্য সিরিজ সাকিব আল হাসানকে বিশেষভাবে অভিনন্দন জানাই তাঁদের অসাধারণ ক্রীড়াশৈলীর জন্য।
তবে সবচেয়ে বড় কথা, ক্রিকেট দলীয় খেলা। দলগতভাবে ভালো খেলাই এর মূল স্পিরিট। এবার আমরা তার প্রয়োগ দেখলাম সাকিবের অসাধারণ নেতৃত্বগুনে।
আমরা চাই এটা অব্যহত থাকুক। অতীতে আমরা হঠাৎ হঠাৎ ভালো খেলা উপহার পেয়েছি আমাদের দলের কাছে। এরপর অনেক দিন আর ভালো খেলা পেতাম না। আমরা নাটকীয় কিছু এখনো চাই না। আমরা চাই ক্রম উন্নতির চিহ্ণ ! আশা করি সাকিবরা শুধু এটুকু খেয়াল রাখবেন।
সাকিবদের কাছ থেকে পাওয়া এবারের উপহারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ধারাবাহিকতা। টানা পাঁচটি জয় ! আগে আর কোনদিন এ জিনিস আমরা এমন আঁজলা ভরে পাইনি।
বাংলার দামাল ছেলেদের তাই আবারো অনেক অনেক অভিনন্দন !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।