আমাদের কথা খুঁজে নিন

   

একা বসে থাকি.........



তোকে আমার অনেক কিছু বলার ছিলো, তোকে আবার আরেকটাবার,দেখার ভীষন ইচ্ছে ছিলো। ভোরেরবেলা, ঘুমিয়ে থাকা মুখখানি তোর, ছোঁবার বড়সাধ যে ছিলো। ঝুমদুপুরে তোরই পাশে অনেকটাক্ষণ নাবসতে পারার কষ্ট ছিলো। শেষবিকেলে, সাগরপাড়ে তোর হাত ধরে হেঁটে যাবার স্বপ্ন ছিলো, জোস্নারাতে , তোর পাশেতে জোস্নাস্নাত রাত্রী জাগার সাধটি ছিলো। ইচ্ছে ছিলো, স্বপ্ন ছিলো, কষ্টগুলো মগ্ন ছিলো.......শুধুই তোতে, ইচ্ছেগুলোর হয়নি মরণ, স্বপ্নগুলোও হয়নি পুরণ স্বপ্নলোকের বিদিশহারা অচীন পথে??? আড়াল করে সেসব স্মৃতি,চোখের জলে আঁকি, যেপথ দিয়ে গেছিস চলে, কৃষ্ণচূড়ার পথটি দলে তেপান্তরের সেপথটিতে, একা বসে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।