আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন

আমরা প্রত্যেকে সেইসব মানুষদেরই একজন, যাদের সাথে আমাদের প্রতিদিন দেখা হয়।
পৃথিবীর প্রায় সমগ্র বিষয়ের তথ্য এবং জ্ঞান সুসজ্জিত করে সংরক্ষণ এবং তা সবার জন্য উন্মুক্ত করনের প্রাথমিক পদক্ষেপ নেয় উইকিপিডিয়া। এক কথায় উইকিপিডিয়া একটি উন্মুক্ত বিশ্বকোষ। উইকিপিডিয়াতে বাংলা ভাষায় নিবন্ধনের কাজও এগিয়ে চলেছে। বর্তমানে বাংলা ভাষায় প্রায় ২০,০০০ এরও বেশি নিবন্ধ এবং ৮৫,০০০ এরও বেশি পৃষ্ঠা যুক্ত হয়েছে।

গুগলে ইংরেজিতে যেকোন বিষয়ের উপর কিছু লিখে সার্চ করলেই কিছু না কিছু পাওয়া যায়। এমনটি হতে পারে বাংলাতেও । এর জন্য প্রয়োজন শুধু সবার একটু contribution । কারন উইকিপিডিয়ার ব্যবহারকারীগনই উইকিপিডায়ার প্রধান তথ্যদাতা। বর্তমানে বাংলা উইকিপিডিয়ার একটি মোটামুটি কাঠামো দাড়িয়ে গিয়েছে।

এখন দরকার শুধু এটাকে সমৃদ্ধ করার। বাংলা উইকিপিডিয়াতে এখন প্রতিমাসে প্রধান পাতায় যুক্ত হয় সেই মাসের নির্বচিত নিবন্ধন। যুক্ত হতে পারে আপনার লেখা নিবন্ধনটিও। এমন অজস্র সাধারণ বিষয় রয়েছে যা নিয়ে বাংলা উইকিপিডিয়াতে এখনও কিছু লেখা হয় নি। আমরা সবাই যদি নিয়মিত কিছু না কিছু উইকিপিডিয়াতে সংযোজন করি তাহলে অচিরেই বাংলা উইকিপিডিয়া হয়ে উঠবে একটি সমৃদ্ধ নির্ভরযোগ্য জ্ঞান ভান্ডার।

প্রতিদিন অন্তত: এক লাইন করে হলেও বাংলা উইকিপিডিয়াতে লিখুন। আর এই কাজ সবচেয়ে ভাল করতে পারবেন আমার আপনার মত সাধারন ব্লগারেরা, যারা অলরেডি অনলাইনে বাংলা লিখতে অভ্যস্থ। অবদানকারী হিসেবে আপনার নামটি মনে রাখবে উইকিপিডিয়া নিজেই। কোন ব্যবহারকারী চাইলেই নিবন্ধনটির ব্যাপারে আপনার সাথে আলাপও করতে পারবেন ( যদি আপনি চান তবে)। বাংলা লেখার জন্য অভ্র কিংবা অন্য কোন ইউনিকোড সফট্ওয়্যার ইনষ্টল থাকলে ভাল ।

না থাকলেও চিন্তার কিছু নেই । সরাসটি সা মু ব্লগের "নতুন ব্লগ লিখুন" অপশনে এসে বাংলাতে যা লিখতে চান তা লিখে ফেলুন। তারপর লেখাটিকো কপি করে উইকিপিডিয়া এডিটরে পেষ্ট করে দিন। তবে উইকিপিডিয়া অত্মজিবনী, গল্প, কবিতা কিংবা আলাপচারিতার কোন জায়গা নয়। এটি একটি তথ্য ভান্ডার যা বংলা ভাষাভাষী সবার কাছে উন্মুক্ত ।

তাই যেকোনও বিষয়ে তথ্য / ছবি (কপিরাইট আওতামুক্ত) আপনি সংযুক্ত করতে পারেন। ধরা যাক আপনার কোন প্রিয় বিষয় (তা হতে পারে যেকোন কিছু) আপনি চান তা পৃথিবীর সমগ্র বাংলা ভাষাভাষীর মানুষের জন্য উন্মুক্ত করে দিতে তবে বাংলা উইকিপিডিয়াই এর জন্য উপযুক্ত জায়গা। ধরা যাক আপনি "বদনা" (এখনও পর্যন্ত এ বিষয়ে কোন নিবন্ধ যুক্ত হয় নি..!) সম্পর্কিত একটি নিবন্ধন লিখবেন। http://bn.wikipedia.org পাতায় গিয়ে একটি একাউন্ট খুলুন। তারপর লেখা শুরু করে দিন।

নিবন্ধন টি কোন ক্যাটগরি তে যাবে কোন বিষয়ের ভিতরে এসব নিয়ে চিন্তা করা লাগবে না। এর জন্য রয়েছেন নিবেদিত প্রাণ সম্পাদক এবং প্রাসাশকগণ। বাংলা বানান নিয়ে কোন দ্বিধা থাকলে এই লিংকে Click This Link ক্লিক করুন। আরও বিস্তারিত সহযোগিতা কিংবা তথ্যের জন্য ক্লিক করুন পরিভ্রমণ মেন্যু'র সাহায্য ট্যাব-এ। কি নিয়ে লিখবেন খুঁজে পাচ্ছেন না? কোন চিন্তা নেই, বাংলা উইকিপিডিয়াতে হাজার হাজার অসম্পূর্ণ নিবন্ধন রয়েছে সেগুলোর উন্নয়ন করুন।

কিছুই না পেলে অন্ত:ত ইংরেজী উইকিপিডিয়া থেকে কোন একটি পছন্দের নিবন্ধন বেছে নিয়ে সেটি এক লাইন এক লাইন করে অনুবাদ করুন। অথবা বামদিকে মেন্যু তে অজানা যেকোন পৃষ্ঠা তে ক্লিক করুণ। উইকিপিডিয়া Randomly আপনার জন্য একটি অসম্পূর্ণ বাংলা নিবন্ধন বাছায় করে দেবে। সুতরাং আর দেরি না করে এখনই বসে পড়ুন। এক লাইন হলেও কিছু একটা লিখুন।

প্রতিদিন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।