আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"
বিরহ তিমির ,এই ভরা শ্রাবণে
আছো নিবিড় ঘুমে
বিস্মৃতির আঁধারের কোন অজানা সাহস নিয়ে
বুকের ফিতায় রেকর্ড করা
খোলা গলার খেয়াল বেজে চলে
পায়ে মোরা দুর্বা ঘাস,ঝড়-কুয়াশার টোপরে, মাথা তুলে চাই
অরুন আলোকে পাবে কি ত্রিনয়নের মাথায় ঠাঁই।
ঘোমটা দেওয়া আধেক চাঁদের
স্নিগ্ধ আলো হাতে এসেছিলে
পূর্ণিমাতে গেলে হারিয়ে।
শাওনের এই বেলায় তোমাকে খুঁজি
বৃষ্টির শীতল লোলুপ ছোঁয়ায়।
আমাকে একা ফেলে
নিমেষে দিগন্তে মিলিয়া গেলে।
মন বলে ....................
'ঘোমটা তোমাকে মানায়'
সেটা যেন বন্ধন না হয় ।
'নুপুর তোমার পায়ে নাচে'
যদি সেটা বেরি না হয়।
'চুলের কাঁটা তোমার কেশসাগরে পোতাশ্রয়'
সেটা যেন অন্তরে না ভাসে।
'বিরহ আমার চিরদিনের সাথী'
সেটা যেন তোমাকে না কাঁদায়.!!
ছবি: গুগল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।