সিরিজজয়ী সাকিব আল হাসান বাহিনীকে প্রাণঢালা অভিনন্দন ! শততম ম্যাচে ভারতকে ধরাশায়ী করা বাংলাদেশ দু'শতম ম্যাচে ধরাশায়ী করলো ক্রিকেট কিংবদন্তীর হীরকখনি ওয়েস্ট ইন্ডিজকে। সেই ওয়েস্ট ইন্ডিজকে যারা নিজেদের প্রথম দু'শ ম্যাচে ১৪৩ জয় পেয়ে সর্বোচ্চ জয়ের রেকর্ডধারী। এবারের সফরে গতকালই ওয়েস্ট ইন্ডিজকে সত্যিকারের ওয়েস্ট ইন্ডিজ মনে হচ্ছিল। দুর্দান্ত সূচনার সাথে স্বপ্নের মতো ফিনিসিং। শেষ ১০ ওভারে ৯৮ রান যোগ করে বাংলাদেশকে ২৭৫ রানের বিশাল টার্গেট দিয়েছিলো।
এর আগে চেজ করে বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ড ছিলো ২৫০/৫। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্ডিফের সেই ভূবনখ্যাত বিজয়। কাল সে রেকর্ড ভেঙেই বাংলাদেশ সত্যিকারের বীরের মতো জিতেছে। ম্যাচ সেরা হয়েছে বিশ্বের ১নং অলরাউন্ডার সাকিব আল হাসান। আবারও ক্যাপ্টেন সামনে থেকে দলকে নেতৃত্ব দিলেন।
এতে কী কী নতুন রেকর্ড হলো তার যথার্থ বয়ানের জন্য রয়েছেন প্রথম আলোর উৎপল শুভ্র। আমরা সেসব দুর্দান্ত রেকর্ড জানার জন্য কালকের প্রথম আলোর মুখের দিকে তীর্থের কাকের মতো চেয়ে থাকবো।
অভিনন্দন সাকিব ও তাঁর লাল-সবুজ দলকে !
শেষ ম্যাচটা জিতে প্রথম বৈদেশিক ওডিআই চুনকামের (White wash) রেকর্ডটা ওরা করতে পারবে সে আশায় প্রহর গুনতে থাকি !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।