ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
আজকের বাংলাদেশ বনাম ওয়েষ্টইন্ডিজ এর খেলাটি যতই দেখছি ততই হতাশ হচ্ছি এবং সেই সাথে চরম মেজাজ খারাপ হচ্ছে। যে মুহুর্তে বাংলাদেশের ক্রিকেট খেলার মান নিয়ে সারা বিশ্বের কাছে বিতর্কের মুখে সেই সময়ে আজকে ম্যাচ জিতলেই বাংলাদেশ একাধারে টেস্ট ও একদিনের ম্যাচে সিরিজ জয়ী হবে যার ফলাফল হয়তো সাময়িক ভাবে সমালোচনাকারীদের মুখ ভোঁতা করে দিবে। তাই দেশের প্রায় সকলেরই আগের যে কোন ম্যাচের তুলনায় আজকের ম্যাচ নিয়ে প্রত্যাশা কয়েকগুণ বেশী। কিন্তু অতীতে বার বার দেখা গেছে যেখানে প্রত্যাশা বেশী সেখানেই বাংলার সোনার ছেলেরা এমন খেলা উপহার দিয়েছে যে, দেশবাসীর হতভম্ব হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকেনা। আজও আমার মনে হচ্ছে ২য় ওয়ানডে খেলাটিও সেই একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। মিস ফিল্ডিং, ক্যাচ মিস, দূর্বল ফিল্ডিং এবং বোলারদের দূর্বল বোলিং এ চরম ব্যার্থতা ইতোমধ্যে দেখানো হয়ে গেছে, তারই ধারাবাহিকতায় সম্ভবত এখন বাকি চরম ব্যাটিং বিপর্যয় দেখার, কারণ খুব কম ম্যাচেই দেখা গেছে এক সাইডের ব্যার্থতা অন্য সাইড দিয়ে কাভার করতে, আমার বলতে খুব খারাপ লাগছে হয়তো আপনাদেরও শুনতে ভাল লাগার কথা নয় যে, আমার মন বলছে বাংলাদেশ আজও পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে। তাই ভালো ব্যাটিং এর প্রত্যাশা এবং প্রার্থনা করা ছাড়া আর কিছুই হয়তো করার নেই।
ওয়েষ্টইন্ডিজ ২৭৪/৬
গুডলাক বাংলাদেশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।