পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব
ফোটায় ফাগুনে কামরঙা-ফুল মধুমাছি, উদাস উড়ে উড়ে
কাঁটাবিদ্ধ সময়ের অপার ডানায়; গায় গান ময়ূর-নৃত্যে নীড়
ভাঙা গাঙচিল, সাতরঙা জীবনের বাঁকে বাঁকে; ধূসর আয়নার
মত আজন্ম ইচ্ছের দেয়ালে খেলা করে আধফোটা চাঁদের নিথর
ছায়া; আর পতঙ্গ-কবি দূরে বসে আঁকে ছবি ভুল ভুল স্বপ্নের,
ভেসে ভেসে গহীন উজান গাঙে।
তবু বেলা শেষে ঘাটে ফেলে নোঙর অচেনা চাঁদবণিক,
বিশটাকা দরে ক্ষণিকেই কিনে নেয় গোটা চাঁদ; ফিরে গেলে
ঘরে সব সোনা-নৌকো, মুছে ফেলে পালের সকল ধার-দেনা;
আকাশের দীর্ঘ নীল ঢেউ একা সাঁতরায়ে তুলি কলরব-
রৌরবে আজ উৎসব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।