আমাদের কথা খুঁজে নিন

   

ঢংঙ্গী পোস্ট-১ (অগ্রিম টাটা,বাই বাই)

*~*জীবনে যত কম প্রত্যাশা থাকবে ... .. . তত বেশী ভালো থাকা যাবে*~*

(হ্যাল্লো মডুগণ,সামুতে ঢং করার ইমো নাই ক্যান) বিনোদনের প্লাটফর্ম হিসেবে সামুতথা ব্লগিং জগতের কোন তুলনা নেই একথা অনস্বীকার্য ......ব্লগে সিরিয়াস পোস্টের চেয়ে ক্যাঁচালীয়,আব-জাব টাইপের পোস্টে বেশী মজা লাগে। ইদানিং দেখছি অনেক ভাই,ভাফা আর আফারা প্রথমে এসেই দমাদম করে পোস্ট লিখে.....এরপর হুট করে মান-অভিমান করে বিদায়ী পোস্ট দিয়ে বসে....এসব পোস্টের নাম দিছি ঢংঙ্গী পোস্ট ....আর আমরা ব্লগাররা এত নির্দয় আর নিষ্ঠুর যে তার বিদায়ে চোখের পানি না ফেলে কটাক্ষ করে চলে যেতে বলি,আমি নিজে ও কয়েকজনরে কটাক্ষ করে টাটা দিছি.....সবাই এমন না,কয়েকজন তো যাবেন না,যাবেনা বলে মুখ ব্যাথা করে ফেলে...ব্লগীয় এক বন্ধুর মতে ব্লগ ছেড়ে কেউ যায় না...আবার ফিরে আসে হয় স্বনামে,বেনামে নয়তো নিক ফ্যাক্টরি হয়ে। যাইহোক,আমার ও মন চাইলো এমন করে ঢংঙ্গী পোস্ট দিতে.....মনরে দমিয়ে রাখা ঠিক না.... "ব্লগের ভাইয়েরা আমার(আপুরা ও আছে তাদের নাম উহ্য রাখলাম),এক বুক আশা নিয়ে ব্লগিং জগতে এসেছিলাম....মাঝে মাঝে লুতুপুতু পোস্ট আর কমেন্টস দিতাম.....বড়ই সুখের দিন কাটাচ্ছিলাম। কিন্তু,আমার সুখ কারো কারো কুনজরে পড়ে অসুখে পরিণত হয়েছে.......আমি চলে যাচ্ছি,কেউ আমাকে ফেরাতে চেষ্টা করবেন না। কারণ,আমি দিলদরিয়া প্রকৃতির বলে কাউরে মানা করতে পারি না ....আশা করি আবার নয়া নিক নিয়ে এসে ক্যাঁচাল করতে পারবো ....কাউরে বেশী কষ্ট দিলে আমাকে কুটনী,রাক্ষুসী আর জংলি বলে গালি দিতে পারেন....আবারো বলছি এইভাবে চলে যেতে বুক ভেংগে যাচ্ছে,চোখের পানিতে কি-বোর্ডের কয়েকটা অক্ষর ও মুছে গেছে,তাও যেতে তো হবেই....ভাইয়েরা ,আপুরা আমার বিদায় নিচ্ছি......আমি গেলাম কিন্তু.................." ঠিক করেছি মুড ভালো থাকলে এখন থেকে এমন করে ঢংঙ্গী পোস্ট দিবো.....কিন্তু সামুতে ঢং করার ইমো নাই বলে এত ক্যাঁচর,ম্যাঁচর করলাম নইলে ঢং করার ইমো দিয়েই খালি পোস্ট দিতাম ......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।