আমাদের কথা খুঁজে নিন

   

টুইটপে - টুইটারের মাধ্যমে টাকা প্রেরণের নতুন সেবা (পে-পালের নিজস্ব সেবা)

I realized it doesn't really matter whether I exist or not.
টুইটপে সম্পূর্ণ নতুন একটি সেবা যার মাধ্যমে আপনি টুইটারেই পেমেন্টের কাজ সারতে পারবেন। টুইটার বর্তমান প্রজন্মের একটি অসাধারণ টুল যা সমগ্র ওয়েব বিশ্বকে রীতিমতো কাঁপাচ্ছে। নতুন এই ট্রেন্ডকে নিজেদের কাজে লাগাতে তাই তৎপর হয়েছে বিশ্বের দ্রুততম ও সর্বাধিক জনপ্রিয় অনলাইন ট্রানজেকশন সার্ভিস, পেপাল। নতুন এই সেবার মাধ্যমে আপনি টুইটারে যাকে ইচ্ছা ০.০১ থেকে ১০০০ ডলার পর্যন্ত টাকা দিতে পারবেন। যে কোনো উদ্দেশ্যে।

টুইটপে ওয়েবসাইটের হোমপেজ থেকে আপনি যাকে টাকা দিতে যাচ্ছেন, তাকে একটি আপডেট (টুইট) এর মাধ্যমে জানিয়ে দিতে পারবেন। টুইটপে এর ভাষায় একে প্রমিজ বলা হয়। এভাবে আপনি যত খুশি প্রমিজ করতে পারবেন। পরবর্তীতে যেকোনো সময় আপনি টুইটপে ব্যবহার করে আপনার টুইটার একাউন্ট ক্লেইম করতে পারবেন। একাউন্ট ক্লেইম করার পর অন্যকে করা আপনার প্রমিজসমূহ এবং আপনার করা প্রমিজগুলো দেখতে পাবেন।

একাউন্ট ক্লেইম করার জন্য আপনাকে অবশ্যই টুইটারে টুইটপে সার্ভিসকে অনুসরণ করতে হবে। আপনার টুইটপে একাউন্টে লগইন করার পিন নাম্বার আপনি একটি ডিএম (ডাইরেক্ট মেসেজ) এর মাধ্যমে পাবেন। এরপর আপনি আপনার পেপাল একাউন্ট সেটআপ করে নিতে পারবেন টুইটপে একাউন্টের সঙ্গে। এরপর একে একে সেটল আপ (টাকা দেয়া) করতে পারবেন পূর্বে করা প্রমিজসমূহ। ভয়ের কিছু নেই, প্রমিজ করলেই যে টাকা দিতে হবে এমন কোনো কথা নেই।

তবে বন্ধুত্ব টিকিয়ে রাখতে টাকা দেয়াটা গুরুত্বপূর্ণ। বিস্তারিত/প্রথম প্রকাশঃ http://su.pr/1tTe2v
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।