আমি খুজি: ধর্ম+সত্য+পবিএতা
(একজন মুক্তিযোদ্ধার কবিতা সংগ্রহে ছিল অাজ তা অাপনাদের সামনে তুলে দিলাম)
অামি মুক্তিযোদ্ধা-তুই রাজাকার
মো: মুরাদ লতিফ
অামি মুক্তিযোদ্ধা-তুই রাজাকার !
এখানেই তো ফারাক বিস্তর তোর অার অামার ।
অামি বাংলাদেশ করেছি স্বাধীন
তুই চেয়েছিলি রাখতে পরাধীন ।
অামার দেশ বাংলাদেশ - তোর "হামারা পেয়ারে পাকিস্তান"
তাই তো মায়া কান্নায় ভরিয়ে দিস্ অামার পবিত্র স্থান ,
মায়ের চেয়ে মাসির দরদ দেখাস কেন রাজাকার
জানিস না বাংলাদেশ সৃষ্টির অামি কারিগর ।
অামাকে নিয়ে তাই বাংলা মায়ের এত অহংকার
তুই এ দেশের কুলাঙ্গার অামি এ দেশের অলংকার,
এখানেই তো ফারাক বিস্তর তোর অার অামার।
অামি মুক্তিযোদ্ধা-তুই রাজাকার ! তুই রাজাকার !
মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক অার একবার !
অামি মুক্তিযোদ্ধা-তুই রাজাকার !
এখানেই তো ফারাক বিস্তর তোর অার অামার ।
তোর হত্যা-লুন্ঠন-ধর্ষণের ছিল জঘন্য পেশা
অামার ছিল মাতৃভূমি স্বাধীন করার পবিত্র নেশা।
তোর নৃশংসতা হার মানায় নাৎসীদের
অামার বীরত্ব স্মরণ করায় গাজী সালাহউদ্দিনের,
তুই দেশদ্রোহী, নাই তোর কোন নীতি-অাদর্শ
অামি দেশপ্রেমিক, অামার অাছে দেশাত্ববোধের সর্বস্য,
তুই পরাজিত হয়েও গেলিনা পাকিস্তান
অামি তোর জায়গায় হলে চলে যেতাম গোরস্থান
এখানেই তো ফারাক বিস্তর তোর অার অামার।
অামি মুক্তিযোদ্ধা-তুই রাজাকার ! তুই রাজাকার !
মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক অার একবার !
অামি মুক্তিযোদ্ধা-তুই রাজাকার !
এখানেই তো ফারাক বিস্তর তোর অার অামার !
তুই ধর্ম নিয়ে করিস ব্যবসা
অামি ভক্তির সাথে করি তপস্যা,
তুই সাম্প্রদায়িক অার মৌলবাদী
অামি ধর্মসহিস্ঞু অার মানবতাবাদি।
অামি শহীদ ও গাজী- তুই বর্বর নব্য নাৎসী
অামি বাংলার প্রতি ঘরে ঘরে হই সমাদৃত
তুই সেখানে নির্লজ্জের মত ধীকৃত- অনাদৃত,
তোর পেয়ারে পাকিস্তানও করল তোকে জারজের মত পরিত্যক্ত।
এখানেই তো ফারাক বিস্তর তোর অার অামার,
অামি মুক্তিযোদ্ধা-তুই রাজাকার ! তুই রাজাকার !
মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক অার একবার !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।