আমাদের কথা খুঁজে নিন

   

২য় বিশ্বযুদ্ধ, ব্যাটল অফ স্ট্যালিনগ্রাদ- পাভলভ হাউজ এবং পাভলভ বাহিনীর বীরত্বগাথা

.................।
ব্যাটল অফ স্ট্যালিনগ্রাদ- কোন সন্দেহ নেই, যে কয়টি যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্বের ভাগ্য নিধা'রন করে দিয়েছিল তার মধ্য এই ব্যাটল শী'ষ তিনে থাকবে(আরও দুটি গুরত্বপূ’ণ যুদ্ব ব্যাটল অফ মস্কো এবংব্যাটল অফ ব্রিটেন) অথবা প্রথমেই থাকবে। ব্যাটল অফ স্ট্যালিনগ্রাদে বেশ কিছু সোভিয়েত সৈনিকের নাম রুপকথার মত এখনো ছড়িয়ে আছে। যেমন-একজন স্নাইপার(একাই শতাধিক মতান্তরে ৫০০ জা'মানকে হত্যা করে), হোয়াইট অফ রোজ( এক সোভিয়েত মহিলা পাইলট একাধিক জা'মান বিমান ভূপাতিত করেছিল)। তবে সবাইকে ছাড়িয়ে একটি চার জনের বাহিনী এবং তার সংলগ্ন চারতলা বাড়ি( যে বাড়ি ইতিহাসের পাতায় এই বাহিনীর অধিনায়কের নামে প্রসিদ্ব-পাভলভ হাউজ) সোভিয়েত প্রতিরোধের রুপকচিত্র হিসেবে চিহ্নিত হয়ে আছে।

পাভলভ হাউজের পটভূমিঃব্যাটল অফ স্ট্যালিনগ্রাদের এক পযা'য়ে দখলদার জা'মানরা শহরের ৯০% মত জায়গা দখল করে নিয়েছ। সোভিয়েতদের হাতে শুধু আছে শহরতলীর কিছু ফ্যাক্টরি এবং ভলগা নদীর কাছাকাছি এক চিলতে জায়গা। বা'লিনের জা'মান পেপার স্পেশাল এডিশন প্রস্তত করে রেখেছে(স্ট্যালিনগ্রাদ জা'মানদের দখলে) অপেক্ষা কেবল গোয়েবলসের অনুমতি, তাহলেই এই স্পেশাল এডিশন পাবলিশড হবে। তখন ব্যাটল অফ স্ট্যালিনগ্রাদের সোভিয়েত জেনারেল চিকুভ(Chuikov) সময়ক্ষয়ী কৌশল গ্রহন করে সৈনিক এবং সিভিলিয়ানদের রক্তের বিনিময়ে,অপেক্ষা আবার সোভিয়েত সামরিক সমাবেশ ও রাশিয়ান প্রাকৃতিক ডিফেন্স শীত। এই সময়ক্ষয়ী কৌশল ছিল রাস্তায় রাস্তায়, ফ্ল্যাটে ফ্ল্যাটে যুদ্ব যা কিনা জা'মানদের ইতিহাস বিখ্যাত Blitzkrieg tactics কে অকেজো করে দেয়।

সেই রাস্তায়-রাস্তায় ছুরি-চাকু এবং বেয়নেট যুদ্বের একপ'যায়ে ভলগা নদীর তীরব'তী একটি কৌশলগত বিল্ডিং জা'মানদের দখলে চলে যায়। সোভিয়েত রসদ সাপ্লাইয়ের অধিকাংশ আসত এই ভলগা নদী দিয়ে, তাই নদী পথে জা'মান আক্রমন ধার কিছু কম রাখার জন্য এই বিল্ডিং এর কিছু ট্যাকটিক্যাল ভ্যালু ছিল। চিকুভের অ'ডারে রেড আ'মির (সোভিয়েত সেনাবাহিনীর নাম) লেফটন্যান্ট আফানশেভের নেতৃতে একটি ২৫-৩০ জনের ডিভিশন জা'মান অধিকৃত এই বিল্ডিং আক্রমন করে এবং জা'মানদের পিছু হটতে বাধ্য করে। কিন্তু বিল্ডিং অধিগ্রহন শেষে লেফটন্যান্ট নিজেই অন্ধ হয়ে পড়ে এবং কেবল চারজন সৈনিক অক্ষত থাকে। চারজনের এই ডিভিশনের দায়িত্ব ব'তায় নন-কমিশন সা'জেন্ট ইয়াকভ পাভলভের উপর।

ছবিতে: পাভলভ পাভলভ হাউজের প্রতিরোধঃ বিল্ডিং এর বেসমেন্টে পাভলভ অনেক সিভিলিয়ান খুজে পায় যারা এই বিল্ডিং হতে প্রতিরোধে সাহায্য করেছিল যার মধ্য মারিয়া উলায়নোভা সরাসরি অংশগ্রহন করেছিল ডিফেন্স যুদ্বে। পাভলভ বিল্ডিং অধিগ্রহনের পরেই আবিস্কার করে ছাদের উপর থেকে অ্যান্টি ট্যাংক রাইফেল থেকে সরাসরি জা'মান ট্যাংকে আক্রমনের উপযোগিতা। নিজেদের মধ্য যোগাযোগের জন্য ফ্ল্যাটের রুমের পাশের,উপরের এবং নিচের দেয়ালের কিছু অংশ ভেঙ্গে নেয়,যাতে জা'মান আক্রমনে সহজেই নিজেরা এক জায়গা থেকে আরেক জায়গা থেকে মুভ করতে পারে সুবিধামত। প্রতিটি জানালায় সেট করা হয় মেশিনগান। বিল্ডিংএর চারিদিকে চার লেয়ারের তার এবং মাইন দিয়ে ঘিরে ফেলে পাভলভ বাহিনী।

যখনই কোন জা'মান বাহিনী বিল্ডিং এর কাছাকাছি উপনীত হয়েছে তখনই শুরু হয়েছে ছাদের উপর থেকে জা’মান ট্যাংকের উপর অ্যান্টি ট্যাংক মেশিনগানের আক্রমন। জানালার আড়াল থেকে মেশিনগানের একটানা গুলি জা’মান পদাতিক বাহিনীর উপর। যেহেতু জা'মান ট্যাংকের গোলার রেঞ্জ এত উচু প'যন্ত ছিল না তাই পালটা আক্রমমে ব্যথ' জামানীদের সৈন্যক্ষয়সহ প্রতিবার পালিয়ে যেতে বাধ্য হত। পাভলভ একাই ধবংস করেছিল এক ডজনের বেশি জা'মান অত্যাধুনিক ট্যাংক। পাভলভদের রসদ আসত বিল্ডিং এর মধ্য দিয়ে খোড়া ট্রেঞ্চ দিয়ে কিংবা পাশ্বব'তী ভলগা নদী দিয়ে।

প'যায়ক্রমে এই বিল্ডিংয়ে সৈন্যবল বাড়িয়ে ২৫ জন করা হয়। খাবার, পানির অভাব নিত্যসঙ্গী ছিল এই দী'ঘ দিনের ডিফেন্সে। বিছানার অভাবে সৈনিকরা বিল্ডিংস্থ মোটা পানির পাইপের ইনসুল্যাশেন ছিড়ে তার উপরে ঘুমাত। তার উপর জা'মানরা এই বিল্ডিং এর স্ট্র্যাটেজিক ভূমিকার কারনে প্রতি দিনে-রাতে বেশ কয়েকবার করে আক্রমন করত যার কারনে পালাক্রমে পাহাড়া দিতে হত পাভলভ বাহিনী। জা'মানদের যুদ্ব মানচিত্রে এই বিল্ডিং এর পরিচিত ছিল ফো'ট হিসেবে।

স'বশেষে নভেম্বরের দিকে সোভিয়েত কাউন্টার অফেন্সিভ অপারেশন উরান যখন শুরু হল তখন দায়িত্ব শেষ হয় পাভলভ বাহিনীর। ২৩ শে সেপ্টম্ভর থেকে ২৫ শে নভেম্বর প'যন্ত এই দীঘ’ সময় পাভলভ বাহিনী সুচারু রুপে দায়িত্ব পালন করে। পাভলভ বিল্ডিং এর রুপক অ'থঃ জা'মান অ্যাটাকের অল্প কিছু সপ্তাহে সোভিয়েত হারায় তার বিশাল পশ্চিম দিকের ভূমি, সেই সাথে হারায় গুরত্বপূ'ন কিছু শহর । কিন্তু দুই মাসের দী'ঘ চেস্টার পরেও জা’মানীরা দখলে ব্য’থ হয় একটি ক্ষয়ে যাওয়া বিল্ডিং যা কিনা অধিকাংশ সময় মুস্টিকয়েক সোভিয়েত সৈন্য দ্বারা রক্ষিত হত। এ যেন সোভিয়েতদের ২য় মহাযুদ্বে নিজেদের ভূমি রক্ষার প্রানান্তকরী এক চেস্টার জলজ্যান্ত উদাহরন।

যেন জা'মান বাহিনীকে বলা- তোমরা আমাদের দেশ দখল করতে পার কিন্তু আমাদের মনোবল দখল করতে পারবে না, ক্ষয়ে যাওয়া বিল্ডিং ,রাস্তার মোড় ,ধ্বংস হয়ে যাওয়া ফ্যাক্টরী থেকে আমরা যুদ্ব চালিয়ে যাব। জেনারেল চিকভ পরব'তীতে পাভলভ বাহিনীর বীরত্ব ব'ননা করতে গিয়ে বলেছেনঃ জা'মানরা প্যারিস দখল করতে গিয়ে যত না সৈন্য হারিয়েছে তার থেকে বেশি সৈন্য হারিয়েছে এই পাভলভ বাহিনীর কাছে। ছবিতে: পাভলভ হাউস ব'তমানে। কে এই পাভলভঃ পাভলভের জন্ম ১৯১৭ সালে। ১৯৩৭ সালে রেড আ'মিতে আ'টিলারি বিভাগে জয়েন করে।

যুদ্বে তার অংশগ্রহন শুরু হয় স্ট্যালিনগ্রাদ থেকে। পাভলভ তার নামে বিখ্যাত এই বিল্ডিং রক্ষা করতে গিয়ে আহত হয় ১৯৪২ এই। ১৯৪৪ সালে পুনরায় ব্যাটালিয়নে জয়েনের পর এক লাফে জুনিয়র সা'জেন্ট থেকে সিনিয়র লেফটন্যান্ট পোস্টে প্রমোশন পায়। যুদ্ব শেষে সোভিয়েত হিরোর ম'যাদায় ভূষিত করা হয়। কথিত আছে, পাভলভ তার নামে বিখ্যাত এই হাউজের ধ্বংসযজ্ব, মৃত্যর মধ্য সৃস্টিক'তার দেখা পায়।

তাই যুদ্ব পরব'তী জীবনে পাদ্রীর দীক্ষা গ্রহন করে এবং আর কোন মানুষ হত্যার নিকৃস্ট কাজ থেকে বিরত থাকার শপথ গ্রহণ করে। পরব'তীতে ১৯৮১ সালে পাদ্রী থাকা অবস্থায় মৃত্যবরণ করে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের এই বীর। পরিশেষে,পাভলভ এবং তার বাহিনীর বীরত্ব যেন আমাদের বলে দেয় বিপদে ও হাল ছেড়ে দিও না, নিজের মাথা খাটাও, যতক্ষন এই দেহে প্রাণ আছে ততক্ষন নিজের টা'গেটের পিছনে স্থির থাক। এই যেন সুমনের গানের প্রতিধ্বনি-হাল ছেড়ো না বন্ধু। আসুন দ্বিতীয় বিশ্বযুদ্বের এই বীর সেনানিকে আমরা আমাদের শ্রদ্বা-ভালবাসা জানাই।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।