পাশাপাশি।
এম এম ওবায়দুর রহমান
স্বপ্ন আর বিষাদ
আশা আর হতাসা
পাশাপাশি বাস তাদের,
যেমন পাশাপাশি
তুমি আর আমি।
তুমি যা পাও
আমার তা পাওয়া হয়না
অনন্ত কালেও—
তবু পাশাপাশি আছি।
প্রকৃতীর অদ্ভুদ খেয়াল
আরো অদ্ভুদ হল
যখন আমার ইচ্ছেরা
তোমাকে ছু’তে চাইলো।
তুমি অবাক নয়নে তাকালে
করুনা ঝরে পড়ল
সেই চোখে;
তারপর ও তুমি
ছেড়ে গেলে না
ভালো ও বাসলে না
করছো বাস পাশাপাশি।
একদিন সন্ধায়
তুমি বললে “চাঁদ কে দেখেছো তো?
আকাশ আর নদির জলে
কত কাছে মনে হয়
তবু দুর যোজন যোজন
আমি নিশ্চুব
আমার ইচ্ছেরা জানি
শুনবে না কোন অজুহাত
তারপরও দু’জন রইবো পাশাপাশি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।