এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
সময়গুলো বড়ই আজব, কখনো থমকে দাড়ায় আবার কখনো লাগামমহীন ভাবে দাবড়ে বেড়ায় ... এক একটি মুহুর্তকে তখন অনন্তকাল মনে হয় যখন কারো জন্য অপেক্ষা করতে হয় ... ঠিক তখনি যেন সময় তার চলার পথে তালা মেরে নিজের গতিময়তাকে থমকে দেয় মুহুর্তের মধ্যে ... তেমনি এক সময়ের মধ্য দিয়ে কাটিয়েছি গত বেশ কিছু দিন ...
অন্ধকারের পরেই যেমন আলো আসে, রাতের পরে আসে দিন ... দুঃখের পরে আসে অনন্ত সুখ ... ফোনের পর ফোন, দিনের পর দিন অপেক্ষা করার পরে অবশেষে আসলো কাংখিত সেই দিন, যেদিন তার আগমন ঘটলো আমার বাড়িতে, এর পরে তার মুখ দর্শন করিয়ে আমার জীবনের আরেকটি মুহুর্তকে স্মরনীয় করালেন ...সেই আনন্দে যেন আমার চৌক্ষে পানি আইসা পড়লো ...
তাহার ঘোমটা খোলার সময়ে সে কি উৎসাহ আর ভাল লাগা মিশে ছিল তা বলে বুঝাতে পারবো না ... ঘোমটা টা এমন অসামান্য সুন্দর ভাবে লাগানো ছিল যে সেটাকে ছিড়তে মন চাইছিল না, কিন্তু কপালের ফের, কি আর করা ... শত কষ্ট হলেও সেটা ছিড়তে বাধ্য হলাম, না হলে সে যে তার মুখ আমার সামনে প্রকাশ করছিল না অবশেষে তার দর্শন পাইলাম ... তিনি ও তাহার সঙ্গীদের চেহারা মুবারক দেখে বড়ই প্রীতিত হলাম , হৃদয়ে যেন বসন্তের ডাক দিল ... তার জন্য তো আমি আছিই তবে তার সঙ্গীদের জন্য কাকে কাকে বেছে নেয়া যায় ভেবেই পাচ্ছিলাম না ...
শেষপর্যন্ত কাচামরিচ, পিয়াজ, শসা, টমেটোকে তাদের সাথে মিশ্রিত করে আর তার বন্ধু বান্ধবের মন রক্ষার্থে সবাইকে হালকা আচারের তেল মারলাম .... এর পরে দেখি তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে সবাই তালগোল মিলিয়ে গিয়েছে ...
অতঃপর চানাচুরের প্রানপ্রিয় সখী মুড়িকে আমাদের পার্টিতে আমন্ত্রন জানিয়ে শুরু হইলো আমার ভোজন উৎসব !!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।