টরেটক্কা
ভাইরাস ছড়ানোর সবচেয়ে দায়ী মাধ্যম কি? জ্বি আপনি ঠিকই বলেছেন। পেন ড্রাইভ , ফ্ল্যাশ ড্রাইভ যাই বলি না কেনো এগুলো দিয়েই ভাইরাস ছড়ায় এক পিসি থেকে আরেক পিসিতে এবং এজন্য দায়ী উইনডোজের অটোরান ফিচারটি। রেজিস্ট্রি অপশানে গিয়ে আপনি এই ফিচারটি অফ করতে পারেন কিন্তু অনেকের জন্য রেজিস্ট্রি এডিট করা কঠিন। এ সমস্যা সমাধানের জন্য একটি ছোট কিন্তু শক্তিশালী ফ্রিওয়ার হচ্ছে Panda USB Vaccine। ফ্রি এই সফটওয়ার দিয়া আপনি USB/CD/DVD সবকিছুর অটোরান ফিচার অফ করে দিতে পারেন। এটি দিয়া আলাদা আলাদাভাবে USB ড্রাইভের অটোরান ফিচারও অফ করা যায়। এর চেয়ে সহজ আর নির্ভরযোগ্য (এবং ফ্রি) আর কিছু নেই।
এখান থেকে ডাউনলোড করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।