জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।
আমাগো ক্লাসের মাইয়া গুলারে লইয়া আর পারতাছিনা।
মাইয়ারা এমন সব আবদার করে যে মনে হয় তাগো মামা বাড়ির আবদার। তারা যেই সব টপিক লইয়া কতা কয় সেই সব টপিক থাইকা অখন বস্তা পচা গন্ধ বাইর হয়। মাইয়াগো লাইগা নাকি আমগোরেই সিনেমার টিকেট বসুন্ধরা সিটি থাইকা কিইনা আনতে হইব। তাগোরে সংগ দেয়ার লাইগা বাড়ির উলটা রাস্তায় হাঁটতে হইব। তাগো লাইগা বইসা বইসা সুন্দর কইরা কেলাস নোট লিখতে হইব।
সেইটা আবার তারা নিয়া যাইব। তাগো লাইগা রিক্সা ডাকতে হইব। ক্লাস শেষ হইলে পড়া বুঝাইতে হইব। তাগোরে খাওয়াইতে হইব.........। আরে ভাই অত তেল কার আছে?
আমাগো লগে পরে এক মাইয়া নাম সারা।
সে দেখি তামান্নারে কইতাছে "সারা ,তোর হিপ বোনটা(পশ্চাৎপদেশের হাড্ডী) আমাকে দে তো। আচ্ছা আপনারাই বলেন এই হাড্ডি কি সে বাইর কইরা দিতে পারব?অথচ সে কইল ,"হ্যা আছে তো এই নে"। আমি শুইনা হাসুম না কান্দুম বুঝতাছিলাম না
তাগো কথা বার্তার টপিক হইল কে দেখতে কত সুন্দর হইছে। কার পিছে কয়ডা পোলা ঘুরে। কার কয়টা বয় ফ্রেন্ড আছে.........।
কে কোন বিউটি পার্লারে যায়। কে চুল স্ট্রেইট করছে এইসব হাবিজাবি আলাপ। কে যায় পার্সোনায়?যে মাইয়া যায়না সেই মাইয়া হইল খেত।
উফফ ওগো লগে কথা কইতে কইতে মাথা ধইরা যায়। ওগোরে যে এভয়েড করুম তাও পারি নাআ।
তাইলে কয় ভাব মারি আর না হইলে কান্দা কাটি করে। কি যে করুম, ওগোরে আল্লাহ হেদায়েত করো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।