© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
আমার এক বন্ধু প্রায়ই তার ব্রাউজারের বুকমার্ক লিস্টটা হারিয়ে ফেলে। আরেক বন্ধু মাঝে মাঝে সাইবারক্যাফেতে বসে নিজের পিসিতে সংরক্ষণ করা বুকমার্কগুলোকে মিস্ করে। এই দুই বন্ধু যদি তাদের বুকমার্কগুলো পিসিতে সংরক্ষণ না করে অনলাইনে করতো তা হলেই এই সমস্যা থেকে সহজে বাঁচতে পারতো। তা হলে করছে না কেন? সম্ভাব্য উত্তর দু'টো- ১) তারা জানে না, ২) জানলেও অলসতার কারণে করি করি করে করে না (আমার মত)!... তো এই দু'টো বিষয়ের যেকোন একটিও যদি আপনার বেলায় হয়ে থাকে তা হলে লেখাটা আপনার জন্যই..
ইনন্টারনেট ভিত্তিক বিভিন্ন সোশ্যাল সার্ভিসগুলো যে আমাদের কত উপকার করছে সেটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই। তেমনি একটি মহা উপকারী সাইট হচ্ছে delicious.com. আপনার পছন্দের লিঙ্কগুলো নিজের পিসিতে বুকমার্ক না করে এখানে করলে একদিকে যেমন সেগুলো হারিয়ে যাওয়ার ভয় থাকছে না অন্যদিকে যেকোন জায়গা থেকে ব্যবহার করার সুবিধা পাচ্ছেন।
আপনার লিঙ্ক যাতে অন্য কেউ দেখতে না পারে তার জন্য বুকমার্ক করার সময় প্রাইভেট করে রাখতে হবে। তবে বন্ধুদের সাথে যদি আপনার পছন্দের লিঙ্কগুলো শেয়ার করতে চান তার জন্য শেয়ার দিয়ে রাখতে পারেন। যেমন আমার পাবলিক লিঙ্কের তালিকাটা এখানে পাবেন- http://delicious.com/trivuz
এটা শুধু যে আপনার বুকমার্কগুলোকে সংরক্ষণ করবে তাই না, বরং প্রতিটি বুকমার্ককে ট্যাগিং করতে পারবেন। ট্যাগ ব্যবহারের ফলে কোন নির্দিষ্ট বিষয়ের উপরে বুকমার্ক করা লিঙ্কগুলো খুঁজে পেতে সুবিধা হবে। এই ট্যাগিং যে শুধু আপনার নিজের কাজে লাগবে তাও না, বরং পুরো পৃথিবী জুড়ে অসংখ্য মানুষের সাথে আপনার ট্যাগটি মিলে গেলে সেই তালিকা আপনিও দেখতে পাবেন।
বিষয়টা পরিষ্কার করার জন্য ছোট একটা উদাহরণ দিচ্ছি-
ধরুন আপনি একটি লিঙ্ক বুকমার্ক করে ট্যাগ করেছেন php। বুকমার্ক করা শেষ হলেই দেখতে পাবেন php লিখে আরো অসংখ্য মানুষ ট্যাগ করেছে। ক্লিক করলেই সবার পছন্দের php লিঙ্কগুলো একসাথে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু কোয়ালিটি সাইট বা লিঙ্ক না হলে কেউ বুকমার্ক করে না সেহেতু ঐ তালিকায় থাকা লিঙ্কগুলোর প্রায় সবগুলোই আপনাকর কাজে লাগবে, সার্চ ইঞ্জিন থেকে যা পাওয়া এতটা সহজ ছিল না।
একই সাথে আপনার বন্ধুদের আপনার নেটওয়ার্কে যুক্ত করার মাধ্যমে প্রয়োজনীয় লিন্কগুলো শেয়ার করতে পারেন।
সাম্প্রতিক ও বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের উপরে গুগরুত্বপূর্ন সব লিঙ্ক পেতে পারেন যা সার্চ ইঞ্জিনে অত সহজে খুঁজে পাওয়া যায় না। বিশ্বজুড়ে লোকজনের সাম্প্রতিক ইন্টারেস্ট সম্পর্কে একটা ধারণা পাবেন।
সামহোয়্যারইন এ আপনার পছন্দের পোস্টগুলোকে এখানে যুক্ত করতে চাইলে পোস্টের উপরে 'শেয়ার করুন: ' এর সাথেই প্রথম আইকনটা দেখুন ডেলিসিয়াসের। প্রিয় পোস্টগুলো ট্যাগ করে বুকমার্ক করে রাখুন.. কাউকে জানতে দিতে না চাইলে প্রাইভেট করে দিন। ব্যাস...
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।