আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য্যগ্রহণের কথা কইতে যাইয়া বিবিসি বেডির কেলানী

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

ঘুম থেকে উইঠাই আকাশের দিকে তাকায়া দেখি বৃষ্টি হইতাছে। আমার কখনো পূর্ণ সূর্য্যগ্রহণ ভালো লাগে না। ঔ যে একটুকু ছোঁয়া লাগে, অর্ধেক ঢাইকা যাওন এইটাই জোশ লাগে।

আমার বহুত ইচ্ছা আছিল তেতুলিয়া যামু; মাগার যাওয়া হয় নাই। তাই বিবিসি খুইলা পঞ্চগর স্টেডিয়ামের খবর শুনি। কিন্তু বিবিসির উপস্থাপিকা উর্বি য্যামনে কথা কইলেন তাতে সূর্য্য গ্রহণ দেখনের খায়েশ মিট্টা গেল। পশ্চিম বঙ্গের কিছু শিশুর বাঙলা উচ্চারণ এমন বিদঘুটে আর যান্ত্রিক। শব্দ বাছাই উচ্চারণের জোর মনে হয় কণ্ঠের বদলে অন্য রন্ধ্র দিয়া কথা কইতাছেন।

বাংলা বিবিসির সবগুলা মাল কি পশ্চিমবঙ্গ বিধৌত? উচ্চারণে আকবর যখন আকোবর হয়া যায় তখন স্বরের ভেতরের হেয়করণটা লুকানো থাকেনা। এই বিবিসি বেডির কেলানী নিয়া লুকজন অভিযোগ করে না ক্যান? হ্যাতে তো সূর্য্যগ্রহণের চাইতে তো অন্ধকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.