আমাদের কথা খুঁজে নিন

   

ইষ্টি কুটুম (ছোটদের ছড়া, বড়রা ও পড়তে পারেন )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

ইষ্টি কুটুম ইষ্টি কুটুম মিষ্টি দিবি হাঁড়ি হাঁড়ি মিষ্টি দিলে গয়না দেব আরো দেব ঢাকাই শাড়ি । ইষ্টি কুটুম ইষ্টি কুটুম বৃষ্টি দিবি খড়ার দিনে তার বদলে ফসল দেব গোলা ভরে খাজনা বিনে । ইষ্টি কুটুম ইষ্টি কুটুম কুটুম দিয়ে ঘরে ঘরে সবার হাতে আদর নিয়ে পান খেয়ে যা দু'গাল ভরে । ইষ্টি কুটুম ইষ্টি কুটুম আর কি দিবি লিষ্টি দে কিছুই যদি না দিতে চাস আমায় শুধু মিষ্টি দে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.