সবকিছুতেই আনন্দ খুঁজি।
আমার হাতে ইশারায় গোলাপ ফুটবে না
আমার স্নানাগারে পড়বে না তোমার পদচিহ্ন ।
অথচ তো্মার হাতেই নিপুন সৃষ্টি ছিলাম
তুলে এনেছিলে নিঃসঙ্গ কাঁদামাটি থেকে ।
একদিন, চাঁদে সংসার সাঁজাবার সন্ধি করেছিলাম
চোখের কর্নিয়া সাজিয়েছিলে সাত রঙ সপ্নে ।
আমিতো নতজানু ছিলাম
বাতাসে হাঁটবার দুঃসাহস ছিল না ।
তুমিই তো্মার শরীরের প্রতিটি ভাজেঁর ছাপ
আমার বিছানায় আলপনার মত একেছ,
আমার হাত দিয়ে মুক্ত করতে চেয়েছ
খাঁচায় বন্ধি তোমার সমস্ত অহংকার ।
কিন্তু আমি তোমার নির্জন গুহায় দেয়নি আত্নহুতি
অক্ষত রেখেছি তোমার পবিত্র ঝর্নার জলধারা,
আমি কি ভুল ছিলাম ?
আমাকে তুমি গন্থব্যহীন উড়িয়ে দিয়েছ
আর তুমি পেয়েছ তো্মার হী্রকখন্ড
যার অপেক্ষায় আমায় ধ্বংস করেছ ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।