দীর্ঘ ৭ বছর পর (লোকাল- বাম্বি বগুড়া ) ছিনেমা হল এ গিয়েছিলাম বাংলা ছবি দেখব বলে ।কিন্তু আবারো হতাশ হইতে হইলো ! ছিনেমার নাম টেলি -ভীষণ (সারয়ার ফারুকি) ? এইবার বুঝলাম বাংলা ছবি দেখতে জুবসমাজ হল এ আসেনা কেন ? খুজে পেলাম উত্তর ... Sound System এতটাই খারাপ যে ছবির ২ ই -৩য় অংশ সংলাপ আমার মনে হয় কেউ বুঝতে পারে নাই ? ডিজিটাল ছিনেমা এনালগ পরিবেশন । অসাস্থকর পরিবেশ সিগারেট ত আছেই অনেকে আবার মালেক বিড়িও লাগায় ?বসবার চেয়ার থাক আর বললাম না !!! এইবার বঝেন ঠ্যালা !!! এক মহিলা আসছিলো পরিবার নিয়ে তার অবস্থা তো ছিল যায় যায় ...টাকা দিয়ে দেখছে এ জন্যই মনে হয় অনেক কষ্ট করে এই ছিনেমা হজম করল আরকি ? আমারও অবস্থা খুব ভালো ছিল বলবো না ... সারয়ার ফারুকির মানে আমরা ভাবি আমাদের কাহানি নির্ভর কিছু একটা হবে, এ ভেবেই জাওয়া , এখানেও হতাশ ….চরের কাহানী ... মানে এখনকার প্রজন্মদের জন্য নহে ...!!! রিকশা আলা মামাদের জন্য ... তাইলে আর সি...নেমা হলে যামু কেন ? আমার ঘরেই অর থেকে ভালা ভালা ১০০০ Movie আছে । যাবো যদি আমাদের জন্য Movie বানায় ... হলের পরিবেশ ভালো হয় ( বসুন্ধরায় যেমনটা আছে) ।। ((ভাই কিছু মনে করবেন না এটা আমার ব্যাক্তিগত মতামত) তবে মনে হয় বেশিরভাগ ই একমত হবেন ))
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।