আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বপ্ন তুমি

সবকিছুতেই আনন্দ খুঁজি।

আমার এ পথ বৃত্তাকার তুমি যখন যেভাবে ঘুরাচ্ছ ঘুরে যাচ্ছি- আলো কিংবা অন্ধকার। বৃত্তাকার পথের কেন্দ্রে দাঁড়িয়ে ভালবাসার জটিল সূতো দিয়ে জাল বুনছ তুমি আমি জালে আটকে গেছি, দু'পা বাড়িয়ে। একটু ঢিল দিলেই পড়ে যাব আমি ভালবাসার গভীর গহ্বরে, হতাশা, ক্রোধ, ঘৃণা ছাড়া আর কিছু পাবেনা এ অন্তরে। সূতোটা একটু টান দিলেই দেখতে যেতে পারি ভালবাসার কারখানা- কিভাবে সবাইকে বন্দি করছ যা কেউ জানেনা। তুমি শুধু একটিবার সরিয়ে দাও তোমার অন্তরালের পদা'খানি, আমি একটিবার দেখে নিয়ে আবার আপন করে নিব বৃত্তাকার পথখানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।