আমাদের কথা খুঁজে নিন

   

মিডশটে সব ফ্রিজ



ট্রেন ছুটে যায় রাত্রি ফাটিয়ে,ফাটিয়ে লোহার ব্রিজ বাইরে বাতাস হুলস্থূল আর চন্দ্রের কারুকাজ ট্রেনের ভেতর বেসুরো গলায় সুর সাধে মন্তাজ লংশটে নাচে ধানক্ষেতগুলো মিডশটে সব ফ্রিজ। হেলেদুলে নাচে নেট-জানালায় হাড়িয়া-মত্ত চাঁদ শাদা মূলাক্ষেত হলদে সরষে বাতাসের পিঠে ভাসে স্বপ্নের ট্রেন যায় ছুটে যায়,রটে যায় সংবাদ ট্রেন যেন এক স্বপ্নের যান ছুটে চলে মহাকাশে। যেন এই যান মর্ত্যের নয় রহস্যঘেরা শয়তান জোড়াডানা ঝলসাবে আগুনে পবনে গাকগাক করে কেঁপে যাবে মাঠ- ময়দান হুইশেল শিস চিরে দেবে রাত স্বননে স্বননে। ট্রেন ছুটে যায় রাত্রি ফাটিয়ে,ফাটিয়ে সকল ব্রিজ লংশটে নাচে বিভ্রমগুলো,মিডশটে সব ফ্রিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.